চিত্তরঞ্জন দাস: রাজ্যের তিনটে রেল স্টেশন অমৃত ভারত প্রকল্পের (Amrit Bharat Scheme) আওতায়। তার মধ্যে পড়ে পানাগড় রেল স্টেশন। দুর্গাপুর শিল্পাঞ্চলের মত পানাগড়ে রয়েছে বিভিন্ন শিল্পতালুক। এর সঙ্গে সামরিক বাহিনীর ঘাঁটি, বিমান ঘাঁটি। প্রচুর মানুষের যাতায়াত এই পানাগড় রেল স্টেশন দিয়ে।

আরও পড়ুন, Katwa Watermelon Artist: তরমুজের খোলের উপরই রমরমিয়ে IPL, ফল বেচতে বেচতে মেহের হাতের অদ্ভুত খেলা দেখাচ্ছেন…

কর্তৃপক্ষের মতে, এই স্টেশনগুলি ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন এবং এগুলি দেশজুড়ে মোট ১০৩টি অমৃত ভারত রেলস্টেশনের অংশ। পানাগড় এবং কল্যাণী ঘোষপাড়া পূর্ব রেলের আওতায় এবং জয়চন্ডী পাহাড় দক্ষিণ-পূর্ব রেলের আওতায় রয়েছে।

অমৃত ভারত স্টেশন প্রকল্প একটি নতুন দিগন্ত কেন্দ্রীয় সরকারের অমৃত ভারত স্টেশন প্রকল্প ভারতীয় রেলের আধুনিকীকরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রকল্পের লক্ষ্য হল দেশের বিভিন্ন রেলস্টেশনকে আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে সজ্জিত করা, যাতে যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা আরও আরামদায়ক এবং নিরাপদ হয়।

এই প্রকল্পের আওতায় স্টেশনগুলিতে আধুনিক পরিকাঠামো, উন্নত যাত্রী সুবিধা, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং স্থানীয় সংস্কৃতির প্রতিফলন ঘটানো হচ্ছে। পানাগড় শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্টেশন। পানাগড়, যা পূর্ব রেলের আওতায় অবস্থিত, পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল।

এই স্টেশনটি পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত এবং এটি আশপাশের অঞ্চলের বাণিজ্য ও যাতায়াতের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। অমৃত ভারত প্রকল্পের আওতায় পানাগড় স্টেশনে আধুনিক টিকিট কাউন্টার, প্রতীক্ষাগার, পরিচ্ছন্ন শৌচাগার, এবং উন্নত প্ল্যাটফর্মের ব্যবস্থা করা হয়েছে।

এছাড়াও, যাত্রীদের সুবিধার জন্য ওয়াই-ফাই, ডিজিটাল তথ্য প্রদর্শনী বোর্ড এবং লিফট ও এসকেলেটরের মতো আধুনিক সুবিধা যুক্ত করা হয়েছে। স্টেশনের সৌন্দর্যায়নের জন্য স্থানীয় শিল্প ও সংস্কৃতির প্রতিফলন ঘটানো হয়েছে, যা পানাগড়ের ঐতিহ্যকে তুলে ধরবে।

আরও পড়ুন, Husband Kills Wife: গলায় নাইলনের দড়ির ফাঁস! এরপর… স্ত্রীকে মারতে ভয়ংকর রাস্তা নিল স্বামী…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version