প্রসেনজিত্ সর্দার: তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটিতে সাধারণ সম্পাদক পদে নিয়োগ করা হয়েছে ফুরফুর শরিফের পীরজাদা কাসেম সিদ্দিকিকে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির সম্পর্কে ভাই এই কাসেম সিদ্দিকিকে বেশ কিছুদিন ধরেই তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছিল। এনিয়ে এবার মুখ খুললেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা।

মঙ্গলবার ভাঙড়ের শানপুকুর অঞ্চলে এক কর্মীসভায় কাসেম সিদ্দিকির নাম উল্লেখ করে সওকত মোল্লা বলেন, এদের মনে হয় রুজি রোজগার হচ্ছে না। কাসেম সিদ্দিকি কখন কী বলে তার ঠিক নেই। কদিন আগেই দিদির নামে অনেককিছু বলেছিলেন।

উল্টোদিকে বিধায়ক নওশাদ সিদ্দিকির কাছের মানুষ ও দক্ষিণ ২৪ পরগনা জেলার আইএসএফের সভাপতি আব্দুল মালেক মোল্লা, নওশাদ এর সঙ্গে থেকে বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন এই কাশেম। তার মন চঞ্চল। এরকম দল বদলালে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। মানুষ সব বুঝতে পারছে। তবে সওকত মোল্লার ভাঙড়ের জায়গাটা খুব সংকীর্ণ হয়ে যাচ্ছে। সেটা হয়তো সওকত বুঝতে পারছেন।

রাজনৈতিক মহলে প্রশ্ন, তাহলে ২০২৬ এর কি তৃণমূলের প্রার্থী কাশেম সিদ্দিকি। ভাইয়ে ভাইয়ে কি লড়াই হবে ভাঙড়ে? প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের।

আরও পড়ুন-মঙ্গলে না বুধে, ১০ না ১১ জুনে? কবে জগন্নাথদেবের স্নানযাত্রা? ঠিক কখন অনুষ্ঠিত হবে এই মহা উৎসব?

আরও পড়ুন-ধাক্কা লাগলেই সাক্ষাৎ মৃত্যু! পৃথিবীর কানের কাছে ঘুরঘুর করছে ভয়ংকর ধ্বংসশক্তিময় ২০ গ্রহাণু!

উল্লেখ্য, তৃণণূলে যোগ দেওয়া নিয়ে সোমবার ফুরফুরায় বসে কাসেম সিদ্দিকী বলেন, মানুষের জন্য কাজ করতে রাজনৈতিক দলে যুক্ত হলাম। ২৮ বছর ধর্ম সভা করেছি। বুঝেছি মানুষের জন্য কাজ করতে গেলে রাজনৈতিক দলে যোগ দিতে হবে। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সুযোগ দিয়েছেন তার জন্য তাঁদের ধন্যবাদ।

প্রসঙ্গত, ফুরফুরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ইফতার মজলিশের পর থেকেই কাসেম সিদ্দিকীকে তৃণমূলের বলয়ে দেখা যাচ্ছিল। পার্ক সার্কাসে ফিরহাদ হাকিমের ডাকা ইফতার পার্টিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে একই সারিতে দেখা গিয়েছিল নওশাদ সিদ্দিকীর সম্পর্কে ভাই কাসেম সিদ্দিকীকে। সেই কাসেম সিদ্দিকীকে দলের সাধারণ সম্পাদকের পদে নিয়ে এল তৃণমূল কংগ্রেস।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version