রণজয় সিংহ: পাঁচ লক্ষ টাকা তোলা না দেওয়ায় কাঁঠাল গাছে বেঁধে ব্যবসায়ীকে মারধর। প্রাণভয়ে ঘরছাড়া ব্যবসায়ী পরিবার। দ্বারস্থ মালদা জেলা পুলিস সুপারের। পুলিস ব্যবস্থা না নিলে মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানাব, হুঁশিয়ারি মালদা জেলা বণিক সভার। মালদার কালিয়াচক থানার হতেখানি বাঙ্গালী পাড়া এলাকার ঘটনা। জানা গিয়েছে, আক্রান্ত ব্যবসায়ীর নাম রহিম বিশ্বাস। তার অভিযোগ গত ২০২২ সালে কালিয়াচকের ত্রাস জহুরুল খান তাকে অপহরণ করে।
আরও পড়ুন, Child return Home: আসল বাবা-মা কে? চিনতে না পেরে ৪২ দিন হোমেই কাটাল একরত্তি…
পুলিসি তৎপরতায় মুর্শিদাবাদ জেলার সুতি থানা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। ঘটনার তদন্ত শুরু করে পুলিস অভিযুক্তকে গ্রেফতারও করে। কিন্তু কয়েক মাস হল বেল থেকে ছাড়া পাওয়ার পরই এলাকায় ফিরতেই আবার সন্ত্রাস শুরু করেছে জহুরুল খান। আক্রান্ত ব্যবসায়ী আরো জানান, থানায় করা অপহরণের অভিযোগ প্রত্যাহার এবং মোটা অংকের টাকা দাবি করা হয় তার কাছে।
গত শনিবার বাড়ি ফেরার পথে তাকে তুলে নিয়ে গিয়ে কাঁঠাল গাছে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ। কোনও মতে প্রাণ রক্ষা করে বাড়ি ফিরে ওই ব্যবসায়ী। এরপর থেকে আতঙ্কে ঘর ছাড়া ওই ব্যবসায়ী পরিবার। বুধবার ওই ব্যবসায়িক তার পরিবারকে নিয়ে মালদা জেলা পুলিস সুপারের দ্বারস্থ হন। এদিকে এই বিষয়ে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ড জানান, আমরা পুলিস সুপারকে অনুরোধ করব যাতে ব্যবস্থা গ্রহণ করে। আর পুলিস ব্যবস্থা না নিলে আমরা মুখ্যমন্ত্রীকে লিখিত আকারে জানাব।
এদিকে জানা গিয়েছে জহুরুল খান একসময় তৃণমূলের দাপুটে নেতা ছিল। জেলার একাধিক বিধায়ক এবং নেতৃত্বের সঙ্গে তার ছবি রয়েছে। তবে যদিও সমাজবিরোধী কার্যকলাপে জড়িয়ে পড়ায় তৃণমূল দল থাকে বহিষ্কার করেছে। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনীতি। দুষ্কৃতীরা তৃণমূলের ছত্রছায়ায় থাকে তাই পুলিস তাদের গ্রেফতার করে না কটাক্ষ বিজেপির। সমাজবিরোধীদের আমরা প্রশ্রয় দিই না পাল্টা বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল।
আরও পড়ুন, West Bengal Weather Update: বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, আজ প্রবল বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)