প্রদ্যুত্‍ দাস: করোনাকালে (Coronavirus) বন্ধ হয়ে যায় দূরপাল্লার ট্রেনের স্টপেজ। প্রায় ৫ বছর পেরিয়ে গেলেও এখনও চালু করা হয়নি সেই স্টপেজ। তাই পূর্বের মতো ২ টি যাত্রীবাহী ট্রেন-সহ (Train) আরও ১ টি কলকাতা গামী ট্রেনকে অবিলম্বে জলপাইগুড়ি রাণীনগর স্টেশনে স্টপেজ দেওয়ার দাবি চলছে। কেবল স্টপেজ নয়, এর সঙ্গে মোট ৬ দফা দাবিতে রানীনগর স্টেশন ম্যানেজারের মারফত ডিআরএম কাটিহার ডিভিশনের নিকট স্মারকলিপি প্রদান করল সিপিএম।

আরও পড়ুন, Bengal Weather Update: জোড়া ঘূর্ণাবর্তের রক্তচক্ষু! ২৫ জুনেই উথালপাথাল বঙ্গোপসাগর! অতি ভারী বৃষ্টি চলবে ক’দিন?

জলপাইগুড়ি রানীনগর হাটের সামনে থেকে মিছিল করে রানীনগর স্টেশন পর্যন্ত পৌঁছে প্ল্যাটফর্মে প্রতিবাদ জানিয়ে স্টেশন ম্যানেজারের নিকট স্মারকলিপি প্রদান করেন সিপিএম নেতৃবৃন্দ। উল্লেখ্য, জলপাইগুড়ি শহরের ঢোকার মুখে গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রিয়াল এলাকা রাণীনগর শিল্পাঞ্চল। এখানে রয়েছে ঠান্ডা পানিও , আইওসি-সহ বিভিন্ন ন্যাশনাল মাল্টি ন্যাশনাল সংস্থার ফ্যাক্টরি ও বিভিন্ন প্রজেক্ট।

পাশেই রয়েছে রানীনগর বিএসএফ ক্যাম্প। এক সময় তিস্তা-তোর্সা, বঙাইগাঁও এক্সপ্রেস ট্রেনের স্টপেজ ছিল। কলকাতা-নিউ আলিপুর রুটে যাতায়াত করা তিস্তা-তোর্সা ট্রেন যাতায়াতের পথে রানীনগর স্টেশনে সকালে ভাগ হয়ে দুপুরে এখান থেকেই জুড়ে রওনা হত। তিস্তা তোর্সা ট্রেনকে ঘিরে ছিল এলাকার মানুষের বিরাট ব্যবসা। করোনার সময়ে কোনও অজানা কারণে তিস্তা তোর্সা বঙাইগাঁও এক্সপ্রেসের স্টপেজ রাণীনগর স্টেশন থেকে তুলে নেওয়া হয়।

আরও পড়ুন, West Bengal Kaliganj Assembly by Election Result Live: দশম রাউন্ডের শেষেও এক ট্রেন্ড! ৪৭০৭৯ ভোটে অনেকটা এগিয়ে তৃণমূল, বিজেপি ২০৫৮৫, বাম-কং জোট ১৬৫৬৬…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version