সোমা মাইতি: ধর্ষণের অভিযোগের ঘটনায় বেলডাঙার কার্তিক মহারাজকে (Kartik Maharaj) এবার আইনি নোটিস। থানায় হাজিরার নির্দেশ দিল নবগ্রাম থানার পুলিস। বেঁধে দেওয়া হল সময়সীমাও। নোটিসে বলা হয়েছে, আগামী ১ জুলাই সকাল ১০টায় তাঁকে নবগ্রাম থানায় হাজির হতে হবে। কার্তিক মহারাজের বিরুদ্ধে যে অভিযোগ  হয়েছে, তার প্রেক্ষিতে তাঁর উদ্দেশ্য সম্পর্কে প্রকৃত তথ্য এবং পরিস্থিতি নিশ্চিত করার জন্য জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়েছে। 

এদিন ভারত সেবাশ্রম সংঘ (Bharat Sevashram Sangha) কর্তৃপক্ষের হাতে আইনি নোটিস ধরায় বেলডাঙা থানার পুলিস। উল্লেখ্য, স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক মহিলা। গত বৃহস্পতিবার অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করেছে নবগ্রাম থানার পুলিস। আজ সোমবার আইনি নোটিস পাঠানো হয় ভারত সেবাশ্রম সংঘের প্রতিনিধির মাধ্যমে। যদিও কার্তিক মহারাজের বিরুদ্ধে এই অভিযোগের প্রেক্ষিতে ভারত সেবাশ্রম সংঘের তরফে আনুষ্ঠানিকভাবে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে সংঘ সূত্রে খবর, ওই মহিলা আশ্রমে চাকরি করতেন। আগেও ওই মহিলা বেশকিছু অভিযোগ তুলছিলেন! এমনটাই দাবি করেছে সংঘ সূত্র।

ওদিকে অভিযোগের প্রেক্ষিতে স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের দাবি, তিনি সন্ন্যাসী। এই অভিযোগকে গুরুত্ব দিতে অস্বীকার করেছেন তিনি। যদিও কসবাকাণ্ডের প্রেক্ষিতে তৃণমূল যখন খানিক বেকায়দায়, কসবা কলেজে তৃণমূল ছাত্রনেতার ছাত্রীকে গণধর্ষণের ঘটনাকে হাতিয়ার করে শাসকদলের বিরুদ্ধে ময়দানে নেমেছে বিজেপি, তখন কার্তিক মহারাজ ইস্যুতে পালটা আক্রমণ শানিয়েছে ঘাসফুল ব্রিগেডও। তৃণমূল নেতা সুদীপ রাহা প্রশ্ন তুলেছেন, “আমাদের দল যেখানে ধর্ষণের মতো নারকীয় অপরাধের ঘটনায় অভিযুক্তের শাস্তির ব্যবস্থা করে, সেখানে বিজেপি ধর্ষকদের গলায় মালা পরায়, পদ্মশ্রী সম্মান দেয়। এটাই পার্থক্য। বিজেপি কেন কার্তিক মহারাজের কীর্তি নিয়ে নিশ্চুপ? কোন স্বার্থে এমন লোককে মাথায় তুলে রেখেছে?” প্রসঙ্গত, ২০২৪ সালে পদ্মশ্রী পান কার্তিক মহারাজ।

আরও পড়ুন, Kasba Law College Incident: নিজের সঙ্গমের মুহূর্তের ভিডিয়ো দেখিয়ে নিত ‘কৃতিত্ব’! রাখত ‘হিসেব’! ধর্ষক মনোজিতের ভয়াবহ বিকৃত কাম …ভয়ংকর উদাহরণ…

আরও পড়ুন, Bengaluru Shocker: বিয়ের পর স্বামীর সঙ্গে স*ঙ্গ*মের পাঠ! কীভাবে ঘনিষ্ঠ হবে? শেখানোর অছিলায় মা-ই মেয়েকে…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version