চম্পক দত্ত: সমবায় ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক! ১০ দিনে ২ কোটি টাকা তুলে নিলেন গ্রাহকরা! ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর গৌরা সমবায় ব্যাংকের।কেন ১০ দিনে ২ কোটি টাকা তুলে নিলেন গ্রাহকেরা?

জানা গিয়েছে, কয়েকদিন আগে ১৭-১৮ জুন এই সমবায় ব্যাংকের নির্বাচনের জন্য যে নমিনেশন পর্ব চলছিল, সেই সময় গন্ডগোল হয়। অভিযোগ ওঠে, শাসকদল তৃণমূল ছাড়া আর অন্য কোনও দলকে নমিনেশন জমা করতে দেওয়া হয়নি। নমিনেশন জমা দেওয়ার দিন দেখা যায়, ৫৩টি আসনের মধ্যে ৫৩টিতেই শুধু শাসকদল তৃণমূলের লোকেরাই নমিনেশন জমা করেছেন। অন্য কোনও রাজনৈতিক দল ওই সমবায় ব্যাংকের নির্বাচনে নমিনেশন  জমা দিতে পারেননি। বিরোধীরা নমিনেশন জমা না দিতে পারায় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।

আর এই পরিস্থিতিতেই গ্রাহকেরা আতঙ্কে টাকা তুলে নিতে শুরু করেন সমবায় ব্যাংক থেকে। যদিও ওই সমবায় ব্যাংকের ম্যানেজার বলেন, তিনি চেষ্টা করেছেন যাতে গ্রাহকদেরকে বোঝানো যায়। কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। যার কারণে গত ২০ তারিখ থেকে সমবায় ব্যাংকে টাকা তোলার ম্যাক্সিমাম লিমিট স্থির করে দেওয়া হয়েছে। ম্যানেজার বলেন, ১০ দিনে ২ কোটি টাকা তুলেছেন গ্রাহকেরা। এখনও প্রতিদিন লাইন দিয়ে দাঁড়িয়ে টাকা তোলার হিড়িক রয়েই গিয়েছে।

 

আরও পড়ুন, Baidyabati Couple Murder: ২ বোনেরই পরকীয়া, বোনের প্রেমিকের হাতেই খু*ন দিদি ও…. বৈদ্যবাটি যুগল হ*ত্যায় হাড়হিম তথ্য…

আরও পড়ুন, Katwa Incident: রাজ্যে ফের গণধ*র্ষ*ণ! ‘পোল্ট্রি ফার্মে’ তুলে নিয়ে গিয়ে গৃহবধূকে ২ বর্বর… ভয়ংকর ঘটনা…
 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version