বিধান সরকার: কসবা ল কলেজ কাণ্ডের আবহে উত্তরপাড়া রাজা প্যারী মোহন কলেজে অস্থায়ী কর্মী নিয়োগ প্রাসঙ্গিকতা পেল। নতুন করে তৈরি হল বিতর্ক! বিরোধীদের অভিযোগ শাসক দলের লোক হলেই এভাবে চাকরি পাওয়া যায়, তাদের দাবি এটা ট্র্যাডিশন। কসবা ল কলেজে ধর্ষণকাণ্ডে অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদ নেতা মনোজিৎ মিশ্র ওই কলেজের অস্থায়ী কর্মী ছিলেন। ঘটনার পর যা নিয়ে বিস্তর বিতর্ক হয়। একজন কলেজের প্রাক্তনী শুধু শাসক দল করেন বলেই তাকে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন, Snake Bite: ঘরেই প্যান্ট পরছিলেন যুবক, আচমকা হাতে উপর ছোবল! কিছু বুঝে ওঠার আগেই….

উত্তরপাড়া কলেজে ২০১৬ সাল পর্যন্ত মোট ২৭ জনকে অস্থায়ীভাবে নিয়োগ করা হয়। তাদের মধ্যে ১০ জন তৃণমূল ছাত্র পরিষদের ছিল বলে জানা যায়। কলেজে ছাত্র পরিষদ করলে কি চাকরি পাওয়া যায়? হুগলি জেলা এসএফআই-এর সম্পাদক অর্ণব দাসের অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের নেতা হলেই প্যারী মোহন কলেজে অস্থায়ী চাকরি পাওয়া যায়। দুর্নীতিবাজদের আঁতুড়ঘরে পরিণত হয়েছে এই কলেজ।

 শ্রীরামপুর সাংগঠনিক জেলার বিজেপি নেতা ইন্দ্রনীল দত্ত অভিযোগ, যারা তৃণমূলের ঝান্ডা ধরছে তাদেরকেই এইভাবে কোনও বিজ্ঞপ্তি ছাড়া পরীক্ষা না নিয়ে কলেজে চাকরি দেওয়া হচ্ছে। শুধু উত্তরপাড়া কলেজে নয় বিভিন্ন জায়গায় হচ্ছে। ২০১৬-২১ সাল উত্তরপাড়ার বিধায়ক ছিলেন প্রবীর ঘোষাল। রাজা প্যারীমোহন কলেজের গভর্নিং বডি সদস্য ছিলেন। তিনি বলেন, সিপিএমের আমলে পার্টির মেম্বার ছাড়া কেউ চাকরি পায়নি আমরা দেখেছি। এখানে ইন্টারভিউ হত কিনা সেটা জানি না। তবে এতে আমি কোনও অন্যায় দেখি না।

তাঁর আরও বক্তব্য, নিয়োগের পদ্ধতিতে কোনও গোলমাল থাকলে সেটা নিশ্চয়ই মান্যতা দেয়া উচিত নয়। মনোজিতের ফাঁসি হওয়া উচিত। বেকাররা চাকরি পাবে সে দল করুক না করুক। সিপিএমের এ ব্যাপারে বলা সাজে না। এটা নিয়ে রাজনীতি করারও কিছু নেই।উত্তরপাড়া কলেজ নিয়ে যেহেতু কথা উঠেছে তাই বলছি,এখানে যা নিয়োগ হয়েছে সমস্ত ইন্টারভিউ নিয়ে হয়েছে। কোনও বেআইনি হয়েছে বলে আমার কাছে কেউ নালিশ করেনি কোনোদিন। আজকে যারা বলছেন তখন কি তারা ঘুমোচ্ছিলেন নাকি।

উত্তরপাড়া পুরসভার আট নম্বর ওয়ার্ড তৃনমূল কাউন্সিলর তাপস মুখোপাধ্যায় বলেন, সিপিএমের আমলেও এরকম অনেক চাকরি হয়েছে, যারা ইন্টারভিউ না দিয়ে চাকরি করেছে। এটা একটা ট্রাডিশন। যে যখন কলেজে ক্ষমতায় থাকে সুযোগ থাকলে ছেলেদের ঢুকিয়ে দেয়। সেটা কলেজের ছেলে হতে পারে বাইরের ছেলেও হতে পারে।এসবই অস্থায়ী চাকরি।

আরও পড়ুন, Mother accused throwing her son: মায়ের সঙ্গে বচসা! দুই কোলের সন্তান-সহ ছেলে-বউমাকে রাস্তায় বের করে দিল…তারপরেই…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version