সঞ্জয় রাজবংশী: ফের ভয়ংকর পথদুর্ঘটনা (Road Accident)। কালনায় মর্মান্তিক বাইক দুর্ঘটনা (Bike Accident) ঘটল। মারা গেল তিনটি তরতাজা প্রাণ।

নিয়ন্ত্রণ হারিয়ে পোলে ধাক্কা

কী ঘটেছিল? বাইকটি দ্রুত আসছিল। এক সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পোলে ধাক্কা মারে। তারপর ওই পোলের পাশে থাকা দেওয়ালে ধাক্কা মারে। এই ঘটনায় ৩ জনের মৃত্যু ঘটে। বুধবার দুপুরে ওই বাইকে করে পাটুলিবাজার থেকে পিলা সন্তোষপুর এলাকায় বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার ধারে থাকা পোলে ধাক্কা মারে বলে জানা গিয়েছে। 

ধাক্কার পরে

প্রথমে পোলে, পরে দেওয়ালে ধাক্কা মারার পরে তিনজনই রাস্তার উপর ছিটকে পড়েন। গুরুতর জখম অবস্থায় সুজয় কেদারবংশী, দিবাকর মজুমদার এবং মুকেশ কেদারবংশীকে উদ্ধার করে পূর্বস্থলী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

এলাকায় শোকের ছায়া

ঘটনাটি ঘটেছে বুধবার পাটুলির শিবতলার কাছে। জানা গিয়েছে, পাটুলিবাজার এলাকায় কাজে গিয়েছিলেন দু’জন। রাস্তায় এলাকারই পরিচিত আরেকজনের সঙ্গে দেখা হয়ে যাওয়ায় তিনজনই একসঙ্গে ফিরছিলেন। আর ফেরার পথেই এই ভয়ংকর মর্মান্তিক পথদুর্ঘটনা ঘটে। গোটা এলাকায় নেমেছে শোকের ছায়া।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version