জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের অশান্ত ভাঙড়। ভর সন্ধ্যা তৃণমূল নেতা লক্ষ্য় করে গুলি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা।
আরও পড়ুন: Voter list: ‘পরিকল্পিত চক্রান্ত’, কমিশনের তালিকায় ‘মৃত’ রাজ্যের সাড়ে তিনশোরও বেশি জীবিত ভোটার!
স্থানীয় সূত্রের খবর, গুলিবিদ্ধ তৃণমূল নেতার রজ্জাক খাঁ। চালতাবেড়িয়া অঞ্চলের অঞ্চল সভাপতি তিনি। ঘড়িতে তখন দশটা। আজ, বৃহস্পতিবার রাতে ভাঙড় বাজার থেকে মরিচায় বাড়িতে ফিরছিলেন রজ্জাক। রাস্তায় ভাঙড় খাল পাড়ে তাঁর উপর চড়াও হয় দুষ্কৃতীরা। প্রথমে ধারালো অস্ত্রের কোপ,তারপর গুলি চলে! ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর।
এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। দোষীদের গ্রেফতার দাবিতে পথ অবরোধ করেন রজ্জাকে অনুগামী। ভাঙড় এখন কলকাতা পুলিসে এলাকায়। রাতেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কলকাতা পুলিস কমিশনার মনোজ ভার্মা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)