জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একসময় নাগা চৈতন্যর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি নাকি ঠকিয়েছেন সামান্থাকে। কাঠগড়ায় বসানো হয় শোভিতা ধুলিপালাকেও। তৃতীয় ব্যক্তির কারণেই সংসার ভাঙে সামান্থার, এমনটাই ছিল অভিযোগ। এখন তিনিই অন্যের সংসারে তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকে সংসার ভেঙেছেন বলে অভিযোগ উঠছে অভিনেত্রীর বিরুদ্ধে। 

আরও পড়ুন- Actress Death: বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অভিনেত্রীর পচা-গলা দেহ! ‘আপনারা যা ইচ্ছে করুন’, মরদেহ নিতে অস্বীকার বাবা-ভাইয়ের…

রাজ ও ডিকে জুটি-খ্যাত চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরু বর্তমানে সামান্থা রুথ প্রভুর সঙ্গে প্রেম করছেন। এমনকী, রাজের সঙ্গে ছবি শেয়ার করতে, কোনো দ্বিধাও নেই সামান্থার মধ্যে। সম্প্রতি অভিনেত্রী মিশিগানের ডেট্রয়েটে তাঁর ভ্রমণের বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। সেখানেও রাজের উপস্থিতি একাধিকের বেশি ছবিটি। তা থেকে আরও একবার তাঁদের সম্পর্কের গুঞ্জন বেড়ে চলেছে।

সামান্থা ও রাজের প্রেমের মাঝেই রাজের প্রাক্তন শ্যামলী দে ফের একবার করলেন ইঙ্গিতবাহী পোস্ট। ইনস্টাগ্রামে একটি নোট শেয়ার করলেন, যাতে লেখা, ‘Been there. Done that’। অর্থাৎ, ‘ওখানে ছিলাম। এগুলো করেওছি’। আরেকটি পোস্ট ধর্ম নিয়ে। যেখানে অর্জুন প্রশ্ন করেন, ‘জয় বা পরাজয় না হলে কী আসে যায়?’ উত্তরে কৃষ্ণ বলেছিলেন, ‘ধর্মই গুরুত্বপূর্ণ’। আরেকটি ছবিতে লেখা, ‘জীবনের মহান সুবর্ণ নিয়ম’, সঙ্গে কিছু করণীয় জিনিসের তালিকা।

আরও পড়ুন- Debashree Roy Sister Death: ভাঙল রুমকি-ঝুমকি জুটি! বোনের মৃত্যুতে শোকে পাথর দেবশ্রী, মাসির শেষকৃত্যে হাজির রানির দাদা…

রাজ-সামান্থা মিশিগানে ছিলেন, যেখানে তাঁরা তেলুগু অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা (টিএএনএ) ২০২৫ সেশনে অংশ নিয়েছিলেন। একটি ছবিতে রাজ নিদিমোরু সামান্থাকে জড়িয়ে ধরেছিলেন, যখন তারা পাশাপাশি হেঁটে যাচ্ছিলেন। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে, সামান্থা ও রাজ নিদিমোরু একটি রেস্তোরাঁয় পাশাপাশি বসে বন্ধুদের সঙ্গে খাবার খাচ্ছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ডেট্রয়েট (হার্ট অ্যান্ড ইভিল আই ইমোজি)’।

প্রসঙ্গত, রাজ বর্তমানে সিঙ্গল ও সামান্থাও সিঙ্গল। তবে ২০১৫ সালে লেখিকা শ্যামালি দে-কে বিয়ে করেছিলেন রাজ এবং তাদের একটি কন্যা সন্তানও রয়েছে।  ২০২২ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। অন্যদিকে সামান্থা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সামান্থা, তবে ২০২১ সালে তাদের বিচ্ছেদ ঘটে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version