চম্পক দত্ত: বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা! বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ষষ্ঠ সেমিস্টারের প্রশ্নপত্র ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্রের ১২ নম্বর প্রশ্নে বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার তীব্র নিন্দা করেছে অধ্যাপকদের একটা বড় অংশ। এই ঘটনা নিয়ে শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে ইমেইল মারফত অভিযোগ জানিয়েছে বিজেপি।

বিতর্কের মধ্যে পড়ে তৃণমূলের দাবি,এই ঘটনা কোনওভাবেই কাম্য নয়। সরকার এটা বলেনি। বিষয়টা নিয়ে গুরুত্ব দেওয়া উচিত ছিল। কর্তৃপক্ষের ভুল স্বীকার করে নেওয়া উচিত। ওদিকে এই বিষয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান নির্মল মাহাতোকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। উল্লেখ্য, ১৯৩১ সালের ৭ এপ্রিল মেদিনীপুর কলিজিয়েট স্কুল প্রাঙ্গণে বিপ্লবী জ্যোতি জীবন ঘোষ ও বিপ্লবী বিমল দাশগুপ্ত তৎকালীন জেলাশাসক জেমস পেডিকে হত্যা করেন। 

এরপর ১৯৩২ সালের ৩০ এপ্রিল তৎকালীন জেলাশাসক রবার্ট ডগলাসকে জেলা বোর্ডের অফিসেই হত্যা করেন বিপ্লবী প্রদ্যুৎ ভট্টাচার্য ও বিপ্লবী প্রভাংশু শেখর পাল। এই জেলা বোর্ডের অফিস-ই বর্তমানে জেলা পরিষদ বলে পরিচিত। ১৯৩৩ সালের ২ সেপ্টেম্বর মেদিনীপুর পুলিস লাইনের ফুটবল মাঠে জেলাশাসক বার্নাড ইজে বার্জকে হত্যা করেন বিপ্লবী ব্রজকিশোর চক্রবর্তী, বিপ্লবী রামকৃষ্ণ রায়, বিপ্লবী অনাথ বন্ধু পাঁজা, বিপ্লবী মৃগেন দত্ত ও বিপ্লবী নির্মল জীবন ঘোষ।

একথা অনস্বীকার্য যে, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মেদিনীপুর অগ্রণী ভূমিকা পালন করেছিল। সেই জায়গায় স্বাধীনতা সংগ্রামী তথা তৎকালীন বিপ্লবীদেরকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়ায় নিন্দার ঝড় উঠেছে সমাজমাধ্যম সহ বিভিন্ন মহলে।

আরও পড়ুন, Nurse Death: নার্স খু*নে নাটকীয় মোড়! পুলিসের হাতে গ্রেফতার… কী কারণে কেন হ*ত্যা? আরও গাঢ় রহস্য…

আরও পড়ুন, Threat Culture in College: অভিষেক থেকে দেব, ছবি সোহম- সায়ন্তিকার সঙ্গেও! ‘থ্রেট কালচারে’ অভিযুক্ত এই যুব তৃণমূল নেতা কে…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version