বিধান সরকার: ম্যাট্রিমনি সাইটে ফেক আইডি বানিয়ে ব্যবসায়ী পরিচয় দিয়ে প্রতারণা হুগলির তরুণীকে। ৪২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার দুই। অধরা মূল অভিযুক্ত। ধৃতদের মধ্যে অভিষেক রায়ের বাড়ি ঝাড়খণ্ডের দেওঘর এবং কলকাতায় গড়িয়া এলাকায় একটি ফ্ল্যাটও আছে তার। অন্যজন জাহির আব্বাস, বাড়ি হুগলির খানকুলে।

ম্যাট্রেমনি সাইটে হুগলিতে এই ধরনের প্ৰতারণা প্রথম বলে দাবি পুলিসের। এদিন হুগলি সাইবার ক্রাইম থানায় সাংবাদিক বৈঠক করেন হুগলি গ্রামীন পুলিসের অতিরিক্ত পুলিস সুপার কল্যাণ সরকার। তিনি জানান গত ২৬ মে হুগলির সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন এক তরুণী।

আরও পড়ুন:Actress Death: ৯ মাস আগেই মৃ*ত্যু পাক নায়িকার! পচাগলা দেহের গন্ধ কেউ টের পায়নি? ক্রমশ জমাট রহস্য…

ম্যাট্রিমনিতে এক ব্যবসায়ীর সঙ্গে পরিচয় হয় হুগলির ওই তরুণীর। সম্পর্ক পরিণতির দিকে এগিয়ে নিয়ে যান ওই তরুণী ও তার পরিবার। চলতি বছরের জানুয়ারী মাসে ওই ব্যবসায়ী তরুণীকে জানান তার চালের ব্যবসায় জিএসটি সংক্রান্ত বিষয়ে সমস্যা দেখা দিয়েছে,তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে, টাকার প্রয়োজন। এর পর ধাপে ধাপে মোট পাঁচটি অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় ওই প্রতারক।

হুগলির সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হতেই তদন্তে নামে পুলিস। প্ৰতারণার সঙ্গে যুক্ত দুজনকে এক সপ্তাহে আগে গ্রেফতার করে পুলিস। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি মোবাইল ফোন, একাধিক এটিএম কার্ড এবং ব্যাঙ্কের পাস বুক। পাশাপাশি তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছয় লক্ষ টাকা। মূল অভিযুক্তকে জালে আনতে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিস।

পুলিস আরও জানিয়েছে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের ম্যানেজার হিসাবে তরুণী ও তার পরিবারকে পরিচয় দিয়েছিল ওই প্রতারক। অতিরিক্ত পুলিস সুপার আরও বলেন, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার পর অভিযুক্ত তার ম্যাট্রিমনি প্রোফাইলটি ডিলিট করে দেয়। তার খোঁজ চলছে,সঙ্গে আরও কে কে যুক্ত তাও দেখা হচ্ছে।

আরও পড়ুন:Radhika Yadav Murder: মাসে ১৭ লাখ কামাই রাধিকার বাবার! মেয়েকে খু*নের কারণ নিয়ে মোড় ঘোরানো দাবি দীপক ঘনিষ্ঠের…

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version