চম্পক দত্ত: জল বাড়ছে ঘাটালের প্লাবিত এলাকায়, ডুবেছে যাতায়াতের রাস্তা ঘাট, জলে ডুবে আড়গোড়া ১ নম্বর চাতাল রাজ্যসড়ক, বন্ধ রাজ্যসড়কের ধারে দোকানপাট। ডিঙি বা নৌকায় চলছে যাতায়াত, ঘাটাল শহর হোক কিংবা অঞ্চল, বৃষ্টির জলে প্লাবিত এলাকার বাসিন্দাদের এখনই দুর্ভোগ কমার কোনও লক্ষ্মণ নেই বলে দাবি বানভাসি ঘাটালের মানুষের। পরিস্থিতির উপর নজর রেখে বানভাসি এলাকায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে মহকুমা প্রশাসনের তরফে।

আরও পড়ুন, TMC Student Leader: WATCH | মাথায় মদের গ্লাস! বেলি ড্যান্সারের সঙ্গে ‘কলেজ ফেস্টে’ তৃণমূল ছাত্রনেতার উদ্দাম ‘জামাল কুডু’…

জুনে বর্ষার শুরুতেই লাগাতার বৃষ্টিতে ভেসেছিল চন্দ্রকোনা, ঘাটাল। সেই বন্যার রেশ কাটতে না কাটতেই ফের কয়েকদিনের ভারি বৃষ্টিতে কয়েকদিন অন্তর প্লাবিত হল ঘাটাল,এনিয়ে মরসুমের শুরুতেই তিনবার বন্যার সম্মুখীন ঘাটালবাসী। নিম্নচাপের জেরে বাঁকুড়া পুরুলিয়া-সহ এই জেলাতেও কয়েকদিনের লাগাতার বৃষ্টি আর যার জেরে চন্দ্রকোনায় শিলাবতী ও কেঠিয়া নদীর জলস্তর বেড়ে যায়।

জলস্তর বাড়লেও বন্যার হাত থেকে স্বস্তি মেলে চন্দ্রকোনার। কিন্তু চন্দ্রকোনায় নদীর জলস্তর কমতেই দুঃশ্চিন্তা বাড়ে ঘাটালবাসীর শিলাবতী, ঝুমি নদীর জলস্তর বেড়ে জল ঢুকে ঘাটাল পৌর এলাকার ১৭ ওয়ার্ডের মধ্যে ১৩ ওয়ার্ডে। পৌর এলাকার ১৩ নিচু ওয়ার্ডের রাস্তা ঘাট থেকে বাড়ির দোরগোড়ায় হাটু সমান জল। ফলে বাজারহাট থেকে জরুরি কাজে বাড়ির বাইরে বের হতে একমাত্র ভরসা ডিঙি ও নৌকা। ঘাটাল ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকাতেও নদীর জল ঢুকে প্লাবিত,জল জমে গ্রামীণ রাস্তাগুলিতেও।

এককথায় জল যন্ত্রণায় জেরবার ঘাটালবাসী। তবে পানীয় জলের সমস্যা এখনও দেখা দেয়নি, জল আরও বাড়লে সেই সমস্যার সম্মুখীনও হতে পারে প্লাবিত এলাকার বাসিন্দারা এমনটাই জানাচ্ছেন তারা। নদীগুলির জলস্তরের দিকে নজর রাখছে প্রশাসন, প্লাবিত এলাকায় প্রয়োজন অনুযায়ী সরকারি সমস্ত রকম পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত ঘাটাল মহকুমা প্রশাসন এমনটাই প্রশাসনের তরফে জানানো হয়। 

আরও পড়ুন, Hooghly: হুগলিতে হট্টগোল! ম্যাট্রিমনি সাইটে ভুয়ো প্রোফাইলে তরুণীকে ভুলিয়ে পকেটে ৪২ লাখ, তারপরই…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version