বরুণ সেনগুপ্ত: বেলঘরিয়া ভৈরব গাঙ্গুলি কলেজে মাথায় মদের গ্লাস নিয়ে তৃণমূল ছাত্রনেতার এক মহিলার সঙ্গে বেলি ড্যান্স (TMC student leader belly dance)! আর সেই ভিডিয়ো ভাইরাল হতেই জোর বিতর্ক শুরু রাজনৈতিক মহলে। মাথায় মদের গ্লাস আর স্বল্পবসনা এক মহিলার সঙ্গে জনপ্রিয় ‘জামাল কুদু’ গানে বেলি ড্যান্সে মত্ত কামারহাটির ছাত্রনেতা তথা তৃণমূল কর্মী রানা বিশ্বাস (TMC student leader)! ভিডিয়ো দেখলে চমকে যাবে অনেকেই। মনে হবে, কোনও বার বা হোটেলে পার্টি হচ্ছে! কিন্ত এই ভিডিয়ো ভৈরব গাঙ্গুলি কলেজের (Bhairab Ganguly College) ফেস্টের দৃশ্য বলে দাবি কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহার। যদিও অধ্যক্ষের দাবি, ভিডিয়ো কলেজের নয়।  

‘…এইরকম একটু নাচ-গান হয়ই’
ওদিকে কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা এই ভিডিয়ো বিতর্কে বলেন, “কলেজ ফাংশনে এইরকম একটু নাচ-গান হয়ই! নাচ সবাই পছন্দ করে এবং মজা পায়। তবে আমি বেলি ড্যান্স বুঝি না, নাচতে দেখেছি। এই ব্যাস!” আরেক ধাপ এগিয়ে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায় তোপ দাগেন, “সব কলেজই তৃণমূলের উঠতি নেতাদের ফুর্তির জায়গা হয়ে উঠেছে। ভৈরব গাঙ্গুলি কলেজ রাজ্যের মধ্যে একটি ঐতিহ্যশালী কলেজ। সেই কলেজেই তৃণমূলের ছাত্রনেতা মাথায় মদের গ্লাস নিয়ে এক মহিলার সঙ্গে জামাল কুডু বেলি ড্যান্স করছেন! তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাংকুর ভট্টাচার্যের  মদতেই এইসব চলছে।”

‘কলেজগুলো বারে পরিণত হয়েছে’
বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং কটাক্ষ করেন,”তৃণমূল রাজ্যের কলেজগুলোকে বার বানিয়ে দিয়েছে। দিদিমণির অনুপ্রেরণায় কলেজগুলোতে কালচার নষ্ট হয়ে যাচ্ছে। তাই কোনও কলেজে মনোজিৎ, কোনও কলেজে রানা বিশ্বাস আবার আর জি কর হাসপাতালে সন্দীপ ঘোষদের এত বাড়বাড়ন্ত! রানা বিশ্বাসরা মাথায় মদের গ্লাস নিয়ে কলেজের ফেস্টে বেলি ড্যান্স করছেন! শিক্ষাঙ্গন অধঃপতনে যাচ্ছে।”

আরও পড়ুন, Threat Culture in College: অভিষেক থেকে দেব, ছবি সোহম- সায়ন্তিকার সঙ্গেও! ‘থ্রেট কালচারে’ অভিযুক্ত এই যুব তৃণমূল নেতা কে…

আরও পড়ুন, Sonarpur College: নবাগত ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন ৪৪-র ছাত্রনেতা! ভাইরাল সোনারপুর কলেজের ‘দাদার কীর্তি’…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version