জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কসবার ল’ কলেজের পর এবার ধর্ষণের অভিযোগ উঠল জোকার ইন্ডিয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতাতে। সূত্রের খবর, যে ছাত্রীর সঙ্গে এই ঘটনা ঘটেছে তিনি ওই কলেজর ছাত্রী নন।
জানা গিয়েছে, ওই কলেজে গিয়েছিলেন তার এক বন্ধুর কাছে। হস্টেলে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। সেখান থেকে বেরিয়ে তিনি ঠাকুর পুকুর থানাতে যান কিন্তু আইআইএম হরিদেবপুর থানায় পরে। তাই নির্যাতিতাকে হরিদেবপুর থানায় নিয়ে যাওয়া হয়।
অভিযোগ পেয়েই পুলিস অধিকারীরা আসেন কলেজে। সেখানে বেশ কয়েজনকে জিজ্ঞেসাবাদ করা হয়। একজনকে আটক করে নিয়ে আসা হয় হরিদেবপুর থানায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, আটককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম পরমানন্দ জৈন। ম্যানেজমেন্টের দ্বিতীয় বর্ষের পড়ুয়া।
ঠান্ডা পানীয়ের সঙ্গে মাদক জাতীয় কিছু খাইয়ে ধর্ষণের অভিযোগ ছাত্রীর। সূত্রের খবর, তরুণীর ওই ছাত্রীর পরিচিত। কিছুদিন আগে আলাপ হয়। অভিযোগ, কাউন্সেলিং সেশনের জন্য ওই ছাত্রীকে অভিযুক্ত আইআইএমে ডেকে পাঠায়। কিন্তু কাউন্সেলিংয়ের জায়গায় না গিয়ে বয়েজ হস্টেলে নিজের রুমে নিয়ে যায় জরুরি নথি নেওয়ার অজুহাতে। সেখানে পিৎজা ও কোল্ড ড্রিংক খেতে দেয়। সেগুলি খাওয়ার পরই আচ্ছন্ন হয়ে পড়েন তরুণী বলে অভিযোগ। এরপরই তাকে ধর্ষণ করা হয়। মারধরও করা হয় ছাত্রীকে অভিযোগ।
আরও পড়ুন:Actress Death: ৯ মাস আগেই মৃ*ত্যু পাক নায়িকার! পচাগলা দেহের গন্ধ কেউ টের পায়নি? ক্রমশ জমাট রহস্য…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)