সন্দীপ প্রামাণিক: উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে (North-East Bay of Bengal) একটি ‘আপার এয়ার সাইক্লোনিক সিস্টেম’ (Upper Air Cyclonic System) বা বাতাসের উচ্চস্তরীয় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ঘূর্ণাবর্তটি ভূপৃষ্ঠ থেকে ৫.৮ কিমি উচ্চতায় রয়েছে। এই ঘূর্ণাবর্তটির আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্তের জন্য আগামী তিনদিন দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: Intense Rain: ২-৩ ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ তীব্র বৃষ্টি আসছে! কলকাতা-হাওড়া-সহ ভাসবে…
ভারী থেকে অতি ভারী বৃষ্টি
আজ, রবিবার দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়। আগামীকাল সোমবার ১৪ জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব বর্ধমান জেলায়। এছাড়া প্রত্যেকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি-সহ বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। ১৫ জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে এছাড়া প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গে
বজ্রপাত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায়। উপরের পাঁচটি জেলা– দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার। ১৪ জুলাই দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা, বিশেষত দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়িতে। আবার ১৯ জুলাই উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। এছাড়া প্রত্যেক দিনই উত্তরবঙ্গে সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে
কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে এক থেকে দুই পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামীকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা নামার সম্ভাবনা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
সতর্কতা
যে জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে হলুদ সর্তকতা জারি রয়েছে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল পূর্ব মেদিনীপুরে। সেখানে কমলা সতর্কতা জারি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)