ই গোপী: বর্ষায় বেহাল রাস্তা। ঢুকতেই পারল না অ্যাম্বুল্যান্স। দোলায় করে বড় রাস্তায় অ্যাম্বুল্যান্সে তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হল দশম শ্রেণির ছাত্রীর! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার ১০ নম্বর ভেমুয়া অঞ্চলের বসন্তপুর এলাকায়। মৃত ছাত্রীর নাম পিংকি পাড়ি। বয়স ১৬ বছর। পিংকি বুড়াল অঞ্চলের কেরুর হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী ছিল।
ইতিমধ্যে ওই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘণ্টা। জানা গিয়েছে, শনিবার দশম শ্রেণীর ওই ছাত্রী বাড়ির দোতালায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। বিষয়টি পরিবারের সদস্যদের নজরে এলে জীবিত অবস্থায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় কাঁচা রাস্তা। রাস্তার অবস্থা বেহাল হওয়ার কারণে গ্রামে ঢুকতেই পারেনি অ্যাম্বুল্যান্স।
অ্যাম্বুল্যান্স না পেয়ে স্থানীয় ও পরিবারের লোকজন দোলনায় করে কাঁধে ঝুলিয়ে নিয়ে ওই ছাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বেশ কিছুটা যাওয়ার পর পাকা রাস্তায় উপর দাঁড়িয়ে থাকা অ্যাম্বুল্যান্সে তুলে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করে।
স্থানীয়দের অভিযোগ, রাস্তা বেহাল হওয়ার কারণে গাড়ি ঢুকতে পারেনি। সেই কারণে অনেকটা সময় দেরি হয়ে গিয়েছে হাসপাতালে নিয়ে যেতে। না হলে হয়তো বেঁচে যেত ওই ছাত্রী।
আরও পড়ুন-‘সমস্ত জটিলতা কাটিয়ে যেন এগোতে পারি!’ দিল্লি কালীবাড়িতে রিঙ্কুকে পাশে নিয়ে পুজো দিলীপের, তারপর…
আরও পড়ুন-বিমানবালার ব্যাগেই মিলল….তোলপাড় বিমানবন্দর, আসরে নামলেন প্রভাবশালী স্বামী
প্রশাসনের উদাসীনতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে এ ব্যাপারে ব্লক পূর্ত কর্মাধ্যক্ষ তরুণ মিশ্র বলেন, যে কোনো মৃত্যুই দুঃখজনক। রাস্তাটা একটু খারাপ রয়েছে। করে দেওয়া হবে। সব রাস্তা কি একসঙ্গে করা সম্ভব!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)