অয়ন ঘোষাল: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে (North-West Bay Of Bengal) ঘূর্ণাবর্ত (Cyclonic System) নিজের শক্তি বাড়াচ্ছে। আর কয়েক ঘণ্টার মধ্যে এটি নিম্নচাপে (Depression) পরিণত হওয়ার অত্যন্ত প্রবল সম্ভাবনা। এই মুহূর্তে এটি উত্তর ওড়িশা ও বাংলার উপকূলে অবস্থান করেছে। নিম্নচাপ তৈরির পর প্রথমে রাজ্যের উপকূলীয় জেলা, তারপর পশ্চিমাঞ্চলের জেলা হয়ে এই সিস্টেম ঝাড়খন্ডের দিকে যাবে। একইসঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা।
ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি ক্রমশ নিজের শক্তি বাড়াচ্ছে। আর কয়েক ঘণ্টার মধ্যে এটি নিম্নচাপে পরিণত হওয়ার অত্যন্ত প্রবল সম্ভাবনা। এই মুহূর্তে এটি উত্তর ওড়িশা ও বাংলার উপকূলে অবস্থান করেছে। নিম্নচাপ তৈরির পরে প্রথমে রাজ্যের উপকূলীয় জেলা, তারপর পশ্চিমাঞ্চলের জেলা হয়ে সিস্টেমটি ঝাড়খণ্ডের দিকে যাবে। একইসঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখাও। এই সিস্টেমের প্রভাবে ভারি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা মাঝারি বৃষ্টির সতর্কতা বাকি সব জেলাতেই।
আরও পড়ুন: Intense Rain: ২-৩ ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ তীব্র বৃষ্টি আসছে! কলকাতা-হাওড়া-সহ ভাসবে…
ভারী বৃষ্টির সতর্কতা
আজ সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুরে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ছয় জেলায়। বাঁকুড়া পুরুলিয়া পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। আগামীকাল মঙ্গলবার পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। পরশু বুধবারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বেশি হবে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়।
উত্তরেও বর্ষার ভ্রুকুটি
সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল মঙ্গলবার দার্জিলিং জলপাইগুড়ি মালদা উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা।
নদীজলবৃদ্ধি, প্লাবন, ট্রাফিকে ছন্দপতন
উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই ভারী বৃষ্টি। নদীর জলস্তর বৃদ্ধির সম্ভাবনা। নিচু এলাকা প্লাবিত হতে পারে। শহরাঞ্চলে ট্রাফিক মুভমেন্ট স্লো হতে পারে। শহর-এলাকায় পুরনো জরাজীর্ণ বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে।
সমুদ্র উত্তাল
নিম্নচাপ তৈরি হচ্ছে। সমুদ্র উত্তাল থাকবে। এই কারণে আজ বিকেল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাংলা ও উড়িষ্যার মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)