কিরণ মান্না: রাজ্যে খুন একের পর এক তৃণমূল নেতা। ভাঙড়, মালদা, বীরভূম- তিন জায়গা নৃশংস খুন তৃণমূল নেতাদের। পরপর এই ঘটনার জের তুলকালাম পরিস্থিতি রাজ্য-রাজনীতিতে। এই আবহেই হলদিয়ায় তৃণমূল নেতাকে খুনের হুমকি।

আরও পড়ুন:Saina Nehwal divorce: সাত পাকের ইতি সাত বছরেই! দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিয়ে, এবার বিচ্ছেদ ঘোষণা সাইনার…

হলদিয়ার চৈতন্যপুরে প্রকাশ্যে রাস্তায় তৃণমূল নেতা পার্থ বটব্যালকে খুনের হুমকি। অভিযোগ, হেলমেট পরা দু’জন বাইকচালক তাকে রাজনীতি ছাড়ার হুমকি দেয় ও গালিগালাজ করে। সুতাহাটা ব্লক তৃণমূল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পার্থবাবু সুতাহাটা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। তিনি বলেন, আগেও বহুবার এমন হুমকি পেয়েছেন। তাঁর দাবি, বিরোধীরা দুষ্কৃতিদের দিয়ে তৃণমূল নেতাদের ভয় দেখাচ্ছে। তৃণমূলের অভিযোগ, বিরোধীদের ষড়যন্ত্রে ভয় দেখানোর রাজনীতি।

আরও পড়ুন:Delhi University Student death: ৬দিন নিখোঁজ বাঙালি তরুণী! অবশেষে নদীতে পাওয়া গেল দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর দে*হ…

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস নেতা রজ্জাক খাঁ খুনের ঘটনায় আবারও নতুন মোড়। উত্তর কাশিপুর থানার পুলিস এই ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করেছে। এর ফলে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়াল চারজনে।

প্রথমে পুলিস মোফাজ্জল মোল্লাকে গ্রেফতার করে। এরপর তদন্তে উঠে আসে আরও কয়েকজনের নাম। নবগ্রেফতারদের মধ্যে রয়েছেন পানা পুকুর এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য আজহার উদ্দিন মোল্লা, চক মরিচা এলাকার জাহান আলী খান এবং পানা পুকুর এলাকার রাজু মোল্লা। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত আরও এগোনো হচ্ছে। এই খুনের পেছনে রাজনৈতিক অভিসন্ধি না কি ব্যক্তিগত শত্রুতা, তা জানতে তদন্তে নেমেছে পুলিস। এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনার জেরে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version