চম্পক দত্ত: মর্মান্তিক ছবি ঘাটালে। বন্যার জলে ডিঙিতে চড়িয়ে নিয়ে আসা হচ্ছে মৃতদেহ, মৃতদেহ দাহ করার চরম হয়রানির ছবি প্লাবিত ঘাটালে। এলাকায় শ্মশান সহ সব কিছুই ডুবে রয়েছে বন্যার জলে, তাই ৩ কিলোমিটার দূরে দাহ করতে উঁচু জায়গার শ্মশানে নিয়ে আসা হচ্ছে মৃতদেহ।
আরও পড়ুন:TMC Leaders Murder: ২৬-এর আগে হাড়হিম খু*ন একের পর এক তৃণমূল নেতা! এবার হলদিয়ায় প্রকাশ্য রাস্তায়…
ঘাটাল পৌরসভার ১ নম্বর ওয়ার্ড সুকচন্দ্রপুর এলাকার বাসিন্দা গোপাল শাসমল (৮২)। শারীরিক অসুস্থ হয়ে মৃত্যু হয় বাড়িতে, এলাকা ডুবে রয়েছে বন্যার জলে মৃতদেহ দাহ করবে কোথায় তা নিয়ে দুশ্চিন্তায় পরিবারের লোকেরা। ডিঙিতে চড়িয়ে মৃতদেহ নিয়ে আসা হয় ঘাটাল পৌরসভার দু নম্বর ওয়ার্ড আড়গোড়া এলাকায়। আড়গোড়া এলাকায় যে শ্মশান তৈরি করা হয়েছে তা বন্যার জন্য অনেক উঁচু করে তৈরি করা হয়েছে, তাই শ্মশানের চতুর্দিকে জল থাকলেও শ্মশান জেগে রয়েছে আর সেই শ্মশানে চলছে মৃতদেহ দাহ করার কাজ। মৃতদেহ দাহ করার চরম হয়রানির ছবি বন্যা কবলিত ঘাটালে।
প্রসঙ্গত,গতকাল বিকেল থেকে চন্দ্রকোনায় চলছে বৃষ্টি,কখন হাল্কা আবার কখনও ভারি বৃষ্টি।আজও সকাল থেকে আকাশের মুখভার,দফায় দফায় হচ্ছে বৃষ্টি।পাশাপাশি চন্দ্রকোনা ছাড়াও বন্যা প্লাবিত ঘাটালেও আজ সকাল থেকে দফায় দফায় শুরু হয়েছে বৃষ্টি। এদিকে চন্দ্রকোনায় শিলাবতী,কেঠিয়া নদীর জলস্তর গত দু’দিন কিছুটা কমে গেলেও আজ সকালে দুই নদীর জলস্তর ফের কিছুটা বেড়েছে। অপরদিকে ঘাটালেও নদীর জলস্তর খানিক ঘন্টায় ঘন্টায় কমা বাড়া করছে।
নদীর জলস্তর কমা বাড়ার অন্যতম কারণ হিসাবে জানাযাচ্ছে,আপার লেবেল পুরুলিয়া বাঁকুড়ায় ভারি বৃষ্টি এবং জলাধার থেকে জল ছাড়া হলে গড়বেতা হয়ে সেই জল চন্দ্রকোনা তার একদিন পর ঘাটালের নদীতে গিয়ে মিশে।আবহাওয়ার খামখেয়ালিপনা এবং জলাধার থেকে জল ছাড়া দুটোই বানভাসি ঘাটালের বাসিন্দাদের কাছে গোদের উপর বিষ ফোঁড়া হয়ে দাঁড়িয়েছে।আবহাওয়া এমন চলতে থাকলে ঘাটালের প্লাবিত এলাকা থেকে জল কমা নিয়ে দুঃশ্চিন্তায় বাসিন্দারা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)