মনোরঞ্জন মিশ্র: পুরুলিয়ায় (Purulia) মর্মান্তিক মৃত্যু। মাটির বাড়ি ভেঙে মাটির দেওয়াল চাপা (Mud Wall Collapsing) পড়ে মৃত তিন, আহত তিন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার টামনা থানার (Tamna Police Station) ভান্ডার পুয়াড়া এলাকায়। স্থানীয়দের সহযোগিতায় পুলিস মৃত ও আহতদের নিয়ে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: Purulia Heavy Rain Effect: অতি বৃষ্টির জেরে বেড়েছে নদীর জলস্তর! প্লাবিত বিস্তীর্ণ এলাকা! সড়কে ধস, রাস্তায় ফাটল, ভেঙেছে সেতু…

মাটির বাড়ি চাপা পড়ে

ভেঙে পড়ল মাটির বাড়ি। সেই ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা গেলেন তিন জন, আহত হলেন তিন। মঙ্গলবার ঘটনাটি ঘটে পুরুলিয়ার টামনা থানার ভান্ডার পুয়াড়া এলাকার রামাইগোড়া গ্রামে। 

অতিবৃষ্টিতে

গত কয়েকদিনের বৃষ্টিপাতের জেরে ভগ্নপ্রায় হয়ে পড়েছিল বাড়িটি। এরপর আজ, মঙ্গলবার সকালে সেই বাড়িটি ভেঙে পড়ে। ঘটনাস্থলে আশ্রয় নেওয়া তিনজন ঘটনাস্থলেই বাড়ি চাপা পড়ে মারা যান। আহত হয় তিনজন । স্থানীয়দের সহযোগিতায় পুলিস মৃত ও আহতদের উদ্ধার করে স্থানীয় চাকোলতোড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত ব্যক্তিদের নাম নিয়তি শবর (৪০), রিমঝিম শবর (২৫), শবর অমিত তাঁতি (৩০) । ঘটনায় আহতদের পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতদের নাম মানিক শবর, দলু শবর। আহতদের তালিকায় রয়েছে এক শিশুও, তার নাম ভান্ডারী শবর। ঘটনার পর এলাকা পরিদর্শনে যান পুরুলিয়া সদর মহকুমা শাসক উৎপলকুমার ঘোষ এবং পুরুলিয়া জেলা পরিষদ সভাধিপতি নিবেদিতা মাহাতো। দুর্গত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তাঁরা।

আরও পড়ুন: Shubhanshu Shukla’s Safe Landing: ১৮ দিনের মহাশূন্যপর্যটনশেষে পৃথিবীর মাটিতে শুভাংশুর শুভ পদার্পণ…

ভাঙল সেতু, বিচ্ছিন্ন গ্রামের পর গ্রাম…

এদিকে, পুরুলিয়ায় বৃষ্টির জেরে ভয়াল ছবি। নদীর জলস্তর বাড়ায় কোথাও ভেঙে গিয়েছে সেতু, আবার কোথাও রাজ্য সড়কে নেমেছে ধস, রাস্তায় দেখা দিয়েছে ফাটল। পুরুলিয়া বলরামপুর ব্লকের পৈনবাইদ এলাকায় স্থায়ী সেতু ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুই প্রান্তের ১০টিরও বেশি গ্রামের বাসিন্দারা। জলের তোড়ে নদী-সংলগ্ন রাজ্য সড়কের এক পাশে ধস নেমে যায়। রাস্তায় দেখা দিয়েছে ফাটল। ঘটনাস্থলে পুলিস পৌঁছে রাস্তার একপাশে ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ রাখার ব্যবস্থা করে। অন্য দিকে, ভাঙা সেতুর উপর দিয়ে ঝুঁকিপূর্ণ ভাবে পায়ে হেঁটে পারাপার করছেন গ্রামবাসীরা। সেতু ভেঙে যাওয়ায় প্রায় ১০ কিমি ঘুরপথে যানবাহন নিয়ে যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের। দ্রুত সেতু ও রাস্তা মেরামতের আবেদন জানিয়েছেন এলাকাবাসীরা। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version