জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের (Mujibar Rahman) কবর ভাঙতে গিয়ে এবার আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিরোধের মুখে পড়ল বাংলাদেশ (Bangladesh) জাতীয় নাগরিক পার্টির (NCP)কর্মীরা। সংঘর্ষে এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর মিলেছে।  রণক্ষেত্রের চেহারা নিল গোপালগঞ্জ। জারি করা হল কারফিউ। এরপরই সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে নেতাকর্মীদের অনেকেই গোপালগঞ্জের দিকে আসার আহ্বান জানান।

আরও পড়ুন- Dipika kakar Cancer: লিভার ক্যানসারে ১৪ ঘণ্টার সার্জারির পরেই মুখে আলসার! এবার স্তন ক্যানসারে আক্রান্ত দীপিকা?

জাতীয় নাগরিক পার্টির এই ডাকের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জুলাই যোদ্ধা ফারজানা সিঁথি। তিনি এনসিপি নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন যে ‘গোপালগঞ্জে আসেন’ এমন অনুরোধ যে রাজনৈতিক অনুরোধ, তা উল্লেখ করার জন্য। কারণ ওই ডাক জুলাইয়ের নয় বলে মত সিঁথির। এ ছাড়া তিনি জানিয়েছেন, জুলাইয়ের নামে ডাকলেই আর সবাই যাবে না। 

ফারজানা সিঁথি নিজের ফেসবুকে লিখেছেন, ‘‘যারা ‘সবাই গোপালগঞ্জ আসেন’ ডাক দিলেন তারা কাদের ডাকলেন এনসিপিকে, নাকি জুলাইয়ে বিপ্লবীদের? আজকে কি জুলাই রিমেক করতে গেছিলেন নাকি ফাপড়ের রাজনীতি প্রতিষ্ঠায় গেছিলেন? জুলাই বেচে দল গঠনের মতো। আবার ব্লকেড ডাক দিয়েছেন নাকি! কেন সরকার, প্রশাসন আপনাদের রেস্কিউ করে না?’’ সিঁথি প্রশ্ন তুলে বললেন, ‘‘নাকি মন ভরল না হাসিনা স্টাইলে গুলি চলল না বলে? স্থানীয় ভিন্ন দলীয় লোকজনও তো আপনাদের জন্য এগিয়ে আসল। ক্লিয়ার করুন এটা রাজনৈতিক ডাক জুলাইয়ের না।’

আরও পড়ুন- Weather Update: ১০ জেলায় ধেয়ে আসছে ভারী বৃষ্টি, নিম্নচাপ শক্তি হারাতেই চড়চড়িয়ে বাড়বে গরম…

সিঁথি আরও বলেন, ‘জুলাই আপনাদের গোপালগঞ্জ রাজনৈতিক জনসংযোগের নামে ভেকু দিয়ে আরেক বেটার নিজের এলাকায় গিয়ে তার কবর খুঁড়তে আসে না। জুলাই নামে চালিয়ে দিলে চেলচেলায় চলে যাবে এসব আর ভাববেন না। জুলাই কারো বাপের না যে ভোট চাইতে গিয়ে জুলাই ডাক দেবেন।’

 প্রসঙ্গত, ফারজানা সিঁথি কোটা সংস্কার আন্দোলনের সময় বেশ কয়েকবার আলোচনায় এসেছিলেন, বিশেষ করে একজন সেনা কর্মকর্তার সাথে তর্কে জড়িয়ে। এরপর তাকে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনার কারণে ভাইরাল হতে দেখা যায়। ফারজানা সিঁথি জনপ্রিয় শিল্পী আসিফ আকবরের ‘ইচ্ছে করে’ গানের মিউজিক ভিডিওতে কাজ করেছেন।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version