অর্কদীপ্ত মুখোপাধ্যায়: ২০২৫ সালের নতুন নিয়োগ বিধি মেনেই হবে এসএসসি (SSC) পরীক্ষা। চাকরিপ্রার্থীদের আবেদন খারিজ করে জানাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ (Calcutta High court)। বিতর্কিত চাকরির অভিজ্ঞতার জন্য কেন বাড়তি ১০ নম্বর? প্রশ্ন তুলে দায়ের হয় মামল। সে বিষয়ে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। নতুন নিয়োগ বিধিতে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে নম্বর বিভাজনে যে পরিবর্তন আনা হয়েছে সেটাকেও চ্যালেঞ্জ করে দায়ের হয় মামলা। সেই আপত্তিও গ্রাহ্য করল না কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন, Mamata Banerjee: ইউনূসের বাংলাদেশে ভাঙা হচ্ছে উপেন্দ্রকিশোরের ভিটে! ক্ষুদ্ধ মমতা…
ফলে বহাল থাকছে স্কুল সার্ভিস কমিশনের ৩০ মে’র বিজ্ঞপ্তি। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে এসএসসির আর কোনও অসুবিধা থাকল না। যদিও আগের নির্দেশ অনুযায়ী চিহ্নিত অযোগ্যরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)