সন্দীপ ঘোষ চৌধুরী: বাংলাদেশি জামাই এবং নাতিকে ভারতের স্থায়ী বাসিন্দা করতে নির্বাচন দপ্তরের নথিতে ভুয়ো বাবা সেজেছেন শ্বশুর। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল কেতুগ্রাম ২ ব্লকের উদ্ধারণপুর গ্রামের মিশ্রপাড়ায়। বাংলাদেশের শরিয়তপুরের বাসিন্দা জামাই দুলাল মণ্ডল এবং নাতি দুর্জয় মণ্ডলের ভোটার কার্ড, আধার কার্ড-সহ রেশনকার্ডে কালাচাঁদ মণ্ডলকে বাবা হিসেবে দেখানো হয়েছে। কালাচাঁদ মণ্ডল আদতে দুলালের শ্বশুর এবং দুর্জয়ের দাদু।
জামাই ও নাতিকে ভারতের পশ্চিমবঙ্গে স্থায়ী বসবাসের ব্যবস্থা করতে কখনও নাতির বাবা সেজে আবার কখনও জামাইয়ের বাবা সেজে নির্বাচন দপ্তরের নথি জমা দিয়েছেন বলে স্বীকার করলেন পেশায় প্রান্তিক চাষি কালাচাঁদ মণ্ডল। বাংলাদেশের বাসিন্দা কালাচাঁদ মণ্ডলের এক ছেলে অথচ ভোটার তালিকায় আরও দুজন ছেলের সন্ধান পেয়ে এলাকার বাসিন্দাদের সন্দেহ হয়।
কেতুগ্রামের শাসকদলের নেতাদের জানিয়েছিল স্থানীয় মানুষজন। এটা কী করে সম্ভব হয়েছে সে বিষয়ে উদ্ধারণপুরের বাসিন্দারা হতবাক। কেতুগ্রামের বিধায়ক শেখ শাহেনওয়াজ বলেন, বিজেপি বাংলাদেশ থেকে লোক এনে ভুয়ো বাবা সাজিয়ে ফলস ভোট করাচ্ছে। আমরা এই বিষয়টা প্রশাসনকে জানিয়েছি।
আরও পড়ুন-চলন্ত বাসেই সন্তানের জন্ম তরুণীর, তারপর সদ্যোজাতককে নিয়ে ভয়ংকর কাণ্ড করলেন মা…
আরও পড়ুন-দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, বাড়বে তাপমাত্রা, তবে…
বিজেপি নেত্রী সীমা ভট্টাচার্য বলেন, তৃণমূল ভুয়ো ভোটার দিয়ে ভোট করায়। বেগতিক দেখে এখন বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে। সরকারি নথিতে কালাচাঁদের ভুয়ো বাবা সাজার ঘটনায় কেতুগ্রাম ২ ব্লক প্রশাসন কোন মন্তব্য করতে না চাইলেও ঘটনার তদন্ত হবে বলে জানান।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)