জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘পরিবর্তন তো দিল্লিতে হবে’! দুর্গাপুরে মোদীর সভার পর এবার পাল্টা হুঁশিয়ারি দিল তৃণমূল। দলের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট, ‘মোদী বলছেন, টিএমসি হেরে গেলে বাংলায় উন্নয়ন শুরু হবে। কিন্তু দিল্লিতে নিজের কুর্সিই ধরে রাখতে পারছে না! শরিকরা বিক্ষুদ্ধ হয়ে ওঠেছে। দলই(বিজেপি) চাইছে, মোদী পদত্যাগ করুন’।
আরও পড়ুন: Dilip Ghosh: মমতার প্রশংসা করায় ক্ষুব্ধ নাড্ডা, তবে দিলীপ বলছেন, ‘খুব গল্প হয়েছে’…
নজরে ছাব্বিশ। দেড় মাস পর ফের রাজ্য়ে নরেন্দ্র মোদী। দুর্গাপুরে জোড়া জনসভা। প্রথমে প্রশাসনিক, তারপর রাজনৈতিক। রাজনৈতিক মঞ্চে মোদী বললেন, ‘বিজেপি ক্ষমতা এলেই বাংলা দেশের অন্যতম শিল্পসমৃদ্ধ রাজ্য হয়ে উঠবে। এটা আমার বিশ্বাস। কিন্তু তৃণমূল বাংলাকে শিল্পোন্নত হতে দিচ্ছে না। তাই তৃণমূল বাংলা থেকে সরাতে হবে। পশ্চিমবঙ্গকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে, এখানে নতুন বিনিয়োগ আসে। কর্মসংস্থান তৈরি হয়। কিন্তু যত দিন তৃণমূল থাকবে, তত দিন এ সব হবে’।
.@narendramodi says, “only when TMC loses will Bengal’s development begin,” but can barely hold onto his own kursi in Delhi!
His Government is hanging by a thin thread, his allies are restless, and his party wants him out.
And in Bengal, @BJP4India will struggle to cross 50.…
— All India Trinamool Congress (@AITCofficial) July 18, 2025
এদিকে জয় শ্রীরাম বাদ? দুর্গাপুরে মোদীর মুখে শোনা গেল ‘জয় মা কালী’, ‘জয় মা দুর্গা’! তৃণমূল নেতা কুণাল ঘোষের কটাক্ষ, ‘পরিবর্তন চেয়েছেন মোদী। আসল পরিবর্তন হল ওঁরই। উনি কি পরিবর্তন আনবেন। জয় শ্রীরাম মুখ থেকে বেরল না। জয় দূর্গা, জয় মা কালী বলল’। বলেন, জয় শ্রীরাম কেন উচ্চারণ হল না? আর কোন মা দূর্গা? বিজেপি বলত বাংলায় দূর্গা পুজো হয় না। । আর মা কালী কালীঘাটে, দক্ষিণেশ্বরে। চাইলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে কালী পুজোয় আশীর্বাদ নিয়ে যাবেন। বাংলার মাটি এমন যে মোদীকে বদলে দিল’।
মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘প্রধানমন্ত্রী বাংলায় আসার আগে বিহারে গেলেন। সেখানে গিয়ে এত বাংলা প্রীতি যে বেঙ্গালুরুর সাথে বীরভুম, জয়পুরের সাথে জলপাইগুড়ি হবে বললেন। এই সব বলে আর নিজেকে নামাবেন না। কারণ দুই জেলা কেমন দেখতে। কেমন মানুষ তাই জানেন না। ভাববেন না ২০১১,২০১৬,২০২১ যিনি উন্নয়ন করেছেন তিনি ২০২৬ সালেও আসবেন। ৫০ আসন পাবেন কিনা এবার ভাবুন’।
আরও পড়ুন: SIR in Bengal: নজরে ছাব্বিশ, বিহারের ধাঁচেই এবার ভোটার তালিকা সংশোধন বাংলাতেও!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)