অয়ন ঘোষাল: বিগত ১৬ দিনের মধ্যে গতকাল কলকাতায় কোথাও কোনো বৃষ্টি হয়নি। দক্ষিণবঙ্গের মাত্র ৩ টি জেলা সামান্য বৃষ্টি পেয়েছে। বাদবাকি জেলা দিনভর মেঘলা বা আংশিক মেঘলা আকাশ থাকলেও ছিটেফোঁটা বৃষ্টি পায়নি। 

দক্ষিণবঙ্গ
আগামী সোমবার ২১ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি। মূলত দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত ক্রমশ কমবে বৃষ্টির পরিমাণ। বাড়বে তাপমাত্রা এবং জলীয় বাষ্পের অস্বস্তি।

আরও পড়ুন:Ajker Rashifal | Horoscope Today: আবেগী হয়ে সিদ্ধান্ত নেবেন না বৃষ, পেশায় চ্যালেঞ্জ আসতে পারে কন্যার…

উত্তরবঙ্গ
উত্তরবঙ্গে গতকাল এবং আজ ভারী বৃষ্টির বিরতি। আগামীকাল শনিবার থেকে সোমবার উত্তরবঙ্গে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। কাল শনিবার উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে। 

পরশু রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা। কালিম্পং, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে।

কলকাতা
বৃষ্টির ব্রেক স্পেল কলকাতায়। কাল বৃষ্টি হয়নি। আজ দিনভর আংশিক বা সম্পূর্ণ মেঘলা আকাশ থাকলেও উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই। চূড়ান্ত ঘর্মাক্ত অস্বস্তি দুপুরের দিকে। অস্বস্তি চরম পর্যায়ে গেলে খুব সামান্য আঞ্চলিক বৃষ্টি শহরের বিক্ষিপ্ত দুই এক জায়গায়। তাতে অস্বস্তি কাটবে না। সোমবার পর্যন্ত তাপমাত্রা কিছুটা বাড়বে।

আরও পড়ুন:Dilip Ghosh: অবশেষে পরিষ্কার হয়ে গেল, ২১ জুলাইয়ে ‘শহিদ স্মরণ’ মঞ্চেই থাকছেন দিলীপ ঘোষ! তবে…

ভিন্ন রাজ্য
কাশ্মীরে প্রবল বর্ষণে অমরনাথ যাত্রা বিঘ্নিত। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কর্ণাটক, কেরল, মাহে, রাজস্থান, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশে। জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদেও অতি ভারী বৃষ্টি। ভারী বৃষ্টির সতর্কতা আন্দামান নিকোবর, দ্বীপপুঞ্জ ছত্তিশগড়, হিমাচল, কর্নাটক, কোঙ্কন, গোয়া, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, ওড়িশা, পঞ্জাব, সিকিম, অসম, তামিলনাডু, পন্ডিচেরি, কারাইকাল এবং উত্তরাখণ্ড রাজ্যে।

দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version