প্রসেনজিৎ মালাকার: একুশে জুলাইয়ের আগেই খুন তৃণমূল নেতা!বীরভূমে (Birbhum News) তৃণমূল কংগ্রেসের (TMC) নেতাকে লক্ষ্য করে বোমা। বোমার আঘাতে মৃত পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী (TMC Leader Murder)।

তাঁকে লক্ষ্য করে তিনটি বোমা মারে দুষ্কৃতীরা। বোমার আঘাতে গুরুতর জখম হন তৃণমূল কংগ্রেস নেতা বাইতুল্লা সেখ। তিনি বীরভূমের ময়ুরেশ্বর -১  পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষা শাকিলা বিবির স্বামী। তাঁকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার বিশিয়া গ্রামে। জানা গিয়েছে, আজ রাত ৮টা নাগাদ বীরভূমের মল্লারপুর থানার বিশিয়া গ্রামে একটি মোড়ের কাছে বসে ছিলেন বাইতুল্লা সেখ। সেই সময় কয়েকজন দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে পরপর তিনটি বোমা মারে। সেই বোমার আঘাতে গুরতর জখম হন বাইতুল্লা সেখ।

এরপরই তাঁকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কে বা কারা কী উদ্দেশ্যে বাইতুল্লা সেখকে বোমা মেরে খুন করল, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে মল্লারপুর থানার পুলিস।

আরও পড়ুন, Civic Volunteer: সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি! আঙুল কে*টে পড়ে গেল যুবকের! ভয়ংকর ঘটনা…

আরও পড়ুন, West Bengal Assembly Election 2026: পাখির চোখ ছাব্বিশ, একুশে জুলাইয়ের আগেই ‘বড়’ ভাঙন! একদিকে জমি হারাল… আরেকদিকে শক্তিবৃদ্ধি…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version