জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমদাবাদের পর এবার বাংলাদেশে ভেঙে পড়ে বিমান (Bangladesh Plane Crash)। সোমবার দুপুরে ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভেঙে পড়ে বিমান। সেই ঘটনায় পাইলটসহ অন্তত ৩১ জন নিহত হন এবং আহত হন দেড় শতাধিক। বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, বাতিল করা হয়েছে সাংস্কৃতিক আয়োজন ও অনুষ্ঠান।
বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক মৃত্যুর মিছিল চলছে। ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একাধিক ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, প্রায় ৯০ শতাংশ দগ্ধ মানুষও ছুটছে সাহায্যের জন্য। এক কথায় ভয়ংকর সেই সব ভিডিয়ো। দুর্ঘটনায় হতাহত শিশুদের পোড়া শরীরের ছবি ও ভিডিও দেখে মানসিকভাবে ভেঙে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী পরীমণি (Pori Moni)। প্যানিক অ্যাটাকের শিকার হয়েছেন বলে খবর।
মঙ্গলবার, ২২ জুলাই পরীমণি তাঁর ফেসবুকে একটি পোস্ট করেন। তাতে এই অভিনেত্রী লেখেন, “আগুনের একটা ট্রমা আমার আছে ছোটোবেলা থেকে। সেটা যে এখনো এত ভয়ংকরভাবে আছে সেটা বুঝতে পারি নাই আগে।” অভিনেত্রী আরও লেখেন, “গতকালের দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি/ভিডিও দেখে আমার খুব খারাপভাবে প্যানিক অ্যাটাক হয়! রাতে হসপিটালে অ্যাডমিশন নিতে হয়। বুকের ভেতর ধরফর করে শুধু। আহারে, এই শোক ওই মায়েরা কীভাবে সহ্য করবেন আল্লাহ! আল্লাহ আল্লাহ!”
আরও পড়ুন- Shilpa Shirodkar: গুলি করে খুন করা হয়েছে শিল্পাকে? অভিনেত্রীর মৃত্যুর খবরে দিশেহারা পরিবার…
এই পোস্টের মাধ্যমে ব্যক্তিগত ট্রমা ও সহমর্মিতা প্রকাশ করে নিজের ভেতরের অস্থিরতা, আতঙ্ক এবং মা হিসেবে অন্য মায়েদের জন্য ব্যথা প্রকাশ করেছেন পরীমণি। পরীমণির এই আবেগঘন লেখাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বহু ভক্ত ও সহকর্মী কমেন্টে তাঁর সুস্থতা কামনা করে এবং একইসঙ্গে নিহত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)