জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২২ সালের ভাইরাল এক সাক্ষাত্কারে সুস্মিতা সেন (Sushmita Sen) বলেছিলেন, “আমার জীবনে হিরের জন্য কোনও পুরুষের দরকার নেই। আমি নিজের জন্য হিরে কিনতে পারি।”একথা সকলেরই জানা, বিনোদন দুনিয়ায় কোনও গডফাদার ছিল না সুস্মিতার। নিজের দমেই ১৯৯৪ সালে সমস্ত প্রতিকূলতা পেরিয়ে বিশ্ব মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করে তিনি জিতেছিলেন মিস ইউনিভার্সের খেতাব, তিনিই ভারতের প্রথম মিস ইউনিভার্স। এরপর তাঁর স্ট্রাগল শুরু হয় বলিউডে, সুস্মিতা বিনিয়োগ করেন হিরের ব্যবসাতেও। সেখানেও নিজের জায়গা পোক্ত করেন সুস্মিতা। বিয়ে না করেও দত্তক নেন দুই মেয়ে রেনে ও আলিসাকে একাধিক প্রেমের কাহিনী সামনে এলেও সেলফ মেড সুস্মিতা এখনও সিঙ্গল। এবার তাঁর সম্পর্কেই এক অবিশ্বাস্য কথা বলে সমালোচনার কেন্দ্রে সুস্মিতার প্রাক্তন রোহমান শল (Rohman Shawl)।
আরও পড়ুন- Shilpa Shirodkar: গুলি করে খুন করা হয়েছে শিল্পাকে? অভিনেত্রীর মৃত্যুর খবরে দিশেহারা পরিবার…
সুস্মিতার ফ্যান ছিলেন রোহমান। ক্রমাগত নায়িকাকে ইনস্টাগ্রামে মেসেজ করতেন। একদিন তাঁর মেসেজের রিপ্লাই দেন সুস্মিতা। সেখান থেকেই তাঁদের বন্ধুত্ব শুরু। সময়ের সঙ্গে সঙ্গে সেই বন্ধুত্ব গাঢ় হয়। বয়সে ছোট রোহমান, পেশায় ছোটখাটো মডেলকে ভালোবাসতে দ্বিধা করেননি রোহমান। সেই সময় নায়িকার ঘনিষ্ঠরা সংশয় প্রকাশ করেছিল, ‘ইমোশনাল’ সুস্মিতাকে সিঁড়ি করে হয়ত সাফল্যের স্বাদ পেতে চাইছে রোহমান। কারোর কথা শোনেননি সুস্মিতা। ভালোবাসাতেই আস্থা রাখেন।
পার্টি থেকে প্রিমিয়ার, বাড়ি থেকে সেটে সুস্মিতার ছায়াসঙ্গী হয়ে প্রচারের আলোয় আসেন রোহমান। বছর তিনেক পর ২০২১ সালে আচমকাই প্রেমিক রোহমান শলের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন সুস্মিতা সেন। পাশাপাশি জানিয়ে দেন বন্ধুতা জারি থাকবে। বিচ্ছেদের পরেও সুস্মিতার সঙ্গেই সর্বত্র দেখা যায় রোহমানকে। এরই মাঝে ললিত মোদীর এক্স হ্যান্ডেলে ধুমকেতূর মতো সামনে আসে সুস্মিতা ও ললিতের প্রেমগাথা। যদিও তা অস্বীকার করেন প্রাক্তন মিস ইউনিভার্স, কোনও বিতর্কেই মুখো খোলেননি।
এরপর রোহমান বলেন, ‘‘আমি কেবল বন্ধু হয়েই রয়েছি ওর জীবনে। আমার ওর সঙ্গ ভাল লাগে। যখন একটা সম্পর্কে অনেকটা সময় দিয়ে দেয় কেউ, তখন সেটা থেকে পালানোর কোনও মানে নেই।’’ একই সঙ্গে রোহমন এটা স্পষ্ট করেন তিনি এখন ‘সিঙ্গল’। কিন্তু সম্প্রতি তাঁর এক সাক্ষাত্কার ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রোহমান সুস্মিতার হিরের প্রতি ভালোবাসা নিয়ে কথা বলেন এবং স্বীকার করেন যে, এখন তাঁর আর্থিক সামর্থ্য এমন দামি উপহার দেওয়ার মতো নয়। রোহমানের কাছে জানতে চাওয়া হয়, তিনি কখনও সুস্মিতাকে হিরে উপহার দিয়েছেন কি না, বা তাঁর কাছ থেকে পেয়েছেন কি না? তিনি হেসে উত্তর দেন, “যে ধরনের হিরে ওর পছন্দ, সেটা এখন আমার সামর্থ্যের বাইরে। যেদিন সেই যোগ্য হব, ইনশাআল্লাহ অবশ্যই দেব।” অভিনেতা জানান, সুস্মিতার পছন্দের একটি হিরে ২২ ক্যারেটের, এমন একটি হিরে কেনার মতো অর্থ উপার্জন করতে তাঁর এখনো অনেক সময় লাগবে। তাহলে কি হিরের বায়না করেছিলেন সুস্মিতা? সম্ভবত নয়। কারণ সুস্মিতার আত্মবিশ্বাসী, স্বাবলম্বী ও নৈতিকভাবে শক্তিশালীও।
২০২২ সালে এক সাক্ষাত্কারে সুস্মিতা জানান যে বহু বছর আগে নিজেই নিজেকে ২২ ক্যারেটের একটি হিরের আংটি উপহার দিয়েছিলেন, যা তিনি প্রায় সর্বত্রই পরেন। সেই সময় সুস্মিতা বলেছিলেন, “মানুষ আমাকে মুদির বাজারে যেতে দেখে ভাবে, ‘ও কী পরেছে!’ কিন্তু আমি গর্বিত, কারণ আমি নিজে তা নিজের জন্য করেছি। আমার কাছে এই আংটি আশার এবং ক্ষমতায়নের প্রতীক।” তিনি মনে করেন, সব নারীকেই আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া উচিত।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)