অয়ন ঘোষাল: রাজ্য সভাপতির পদে নেই। দলের বড় কোনও অনুষ্ঠানে আজকাল আর ডাক পাচ্ছেন না রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তবুও তিনি রয়েছেন তাঁর নিজের মতো করে। খড়গপুরে জমিয়ে কর্মীসভা করেছেন। তবে ২০২৬ সালের ভোটে তিনি খড়গপুরের প্রার্থী? এনিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ।
আগামী নির্বাচনে খড়গপুরই কি তাঁর চয়েস? মর্নিং ওয়াকে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন, পার্টি আমাকে ৩ বার প্রার্থী করেছে। আমি টিকিট চাইনি। পদ চাইনি। তাও দিয়েছে। অমিত শাহ বলেছেন বড় নেতাদের ভোটে লড়তে হবে। আমি মাত্র ৬ মাস সভাপতি ছিলাম। পার্টি বলেছে বলে ভোটে লড়েছি। আমাকে তখন চয়েজ জিজ্ঞাসা করেছিল। আমি বিধানসভা ভোটে খড়গপুর চয়েজ করেছি। পরের বার আবার চয়েজ জিজ্ঞাসা করল। আমি মেদিনীপুর বলেছিলাম। দুবারই জিতেছি। লাস্ট বার আমাকে কেউ চয়েজ জিজ্ঞাসা করেনি। ফলাফল আপনারা দেখে নিয়েছেন। পার্টিকে আমি বলে দিয়েছি যদি আমাকে ভোটে লড়তে বলেন আমি লড়ব। আমি যেভাবে সংগঠন তৈরি করেছি তারপর আমার কাজ শেষ হয়ে যাওয়ার কথা। পার্টি বলেছিল বলে ভোটে লড়েছি। ২৬ সালে খড়গপুর থেকেই আমি প্রার্থী এই কথা আপনি বা আমি কেউ জোর দিয়ে বলতে পারি না। আমার মনে হয় পার্টি ২৪ এর লোকসভায় পার্টি একটা এক্সপেরিমেন্ট করেছিল। সফল হয়নি। বাকিটা পার্টি বুঝবে।
খড়গপুরে আপনার সভা তো সুপারহিট
দিলীপ ঘোষ বলেন, বিজেপি কর্মীরা পরিস্থিতি যাই হোক পার্টিতে আছেন। তারা কাজ করতে চান। বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনতে চান। আমি তাই ওদের ডেকেছিলাম। বাংলায় মেদিনীপুর এলাকায় পার্টি সংগঠন সবথেকে এগিয়ে আছে। তারা মনে করেছেন অনেকদিন কোনো বড় প্রোগ্রাম হয়নি। তাই করলাম। নিঃসন্দেহে এটা আনন্দের।
আরও পড়ুন-আধার-ভোটার আইডি-রেশন কার্ড কোনও গ্রহণযোগ্য নথিই নয়, সুপ্রিম কোর্টে জানিয়ে দিল নির্বাচন কমিশন
আরও পড়ুন-চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, টানা ৪ দিন দুর্যোগে তোলপাড় হবে দক্ষিণবঙ্গ
একুশের মঞ্চ থেকে বলা হল বিজেপিকে দিয়ে ছাব্বিশের ভোটে জয় বাংলা বলানো হবে। এনিয়ে দিলীপ ঘোষ বলেন, আমরা তো ওদের দিয়ে রামনবমী করিয়েছি। জয় শ্রীরাম বলিয়েছি। জয় বাংলা ওপারে চলছে। ওদের অবস্থা দেখুন। বছরে একদিন মঞ্চ থেকে ভাষণ দিলে হবে না। রাস্তায় নামতে হবে। বাংলায় কোনো যোগ্য ব্যক্তি নেই যাকে লোকসভায় প্রার্থী করা যায়? অন্য রাজ্য থেকে প্রার্থী নিয়ে আসতে হল কেন? এখানে ভোটারদের বিশ্বাস নেই? বাংলার মানুষকে আর বোকা বানাবেন না।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)