জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত মঙ্গলবার বিকালে প্রায় সকলের অলক্ষ্যে কলকাতা বিমানবন্দরে পা রেখেছিলেন তিনি। যদিও তাঁর আগমনের ছবি-ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার অর্থাত্ আজ দুপুরে মোহনবাগান (Mohun Bagan Super Giant) সুপার জায়ান্ট প্রেস বিবৃতি দিয়ে জানিয়ে দিল যে, হোসে মোলিনার দলের শক্তি বাড়াতে চুক্তিবদ্ধ হলেন অভিষেক টেকচাম সিং (Tekcham Abhishek Singh) ওরফে অভিষেক সিং।
ব্যাকের সঙ্গেই উইংয়েও অভিষেক!
২০ বছরের এই মণিপুরি ডিফেন্ডারকে এখন দেশের অন্যতম সেরা ফুটবল প্রতিভা হিসেবেই দেখা হচ্ছে। এই অল্প বয়সেই নজর কেড়েছেন ‘হার্টথ্রব’ অভিষেক। শুভাশিস বসু, দীপেন্দু বিশ্বাস, টম আলড্রেড ও অ্যালবার্টো রডরিগেজদের ঘরানার ফুটবলার কিন্তু লেফট এবং রাইট ব্যাক, দুই পজিশনেই সাবলীল। পাশাপাশি উইংয়ে খেলারও অভিজ্ঞতা রয়েছে তাঁর।
আরও পড়ুন: মাথায় আকাশ ভেঙে পড়ল ভারতীয় দলের! মৃত্যুমুখ থেকে ফেরা স্টার ক্রিকেটার ফের…
ক্লাব জার্সিতে ফুটিয়েছেন ফুল
মিনার্ভা অ্যাকাডেমির হয়ে সিনিয়র কেরিয়ার শুরু করা অভিষেক পেয়েছেন ট্রফির স্বাদ। পঞ্জাব এফসি-র হয়ে ২০২২-২৩ মরসুমে জিতেছেন আই-লিগ। এবার আসা যাক আইএসএলের কথায়। ২০২৪-২৫ মরসুমে পঞ্জাব এফসি-র ফুল-ব্যাক পজিশনে ২২ ম্য়াচ খেলে ৮ গোলের সুযোগ তৈরি করার কৃতিত্ব রয়েছে অভিষেকের। দুই উইংয়েই তাঁর খেলা দেখে সকলেই প্রশংসায় ভরিয়ে দিয়েছিল। রক্ষণের পাহাড় হয়ে সবার নজর কেড়েছিলেন বছর কুড়ির সেনসেশন।
জাতীয় দলেও পেয়েছেন ডাক
আই-লিগ এবং আইএসএল মাতানো অভিষেকের জাতীয় দলের দরজাও খুলে গিয়েছে। চলতি বছর মার্চেই মানোলো মার্কেজের কোচিংয়ে মলদ্বীপের বিরুদ্ধে ফ্রেন্ডলিতে ডেবিউ করেছিলেন অভিষেক। ভারত ৩-০ সেই ম্য়াচ জিতেছিল। দেশের জার্সিতেও দারুণ সামলে ছিলেন ডিফেন্স।
টাফ ফাইটে ইস্টবেঙ্গল-গোয়া
মোহনবাগানের সঙ্গে অভিষেকের ৩ বছরের চুক্তি হয়েছে বলেই খবর। তবে মোহনবাগান রীতিমতো ইস্টবেঙ্গল এবং এফসি গোয়ার সঙ্গে লড়াই করে অভিষেককে ছিনিয়ে নিয়েছে। জানা যাচ্ছে যে, অভিষেককে নিতে নাকি সবুজ-মেরুন ২ কোটি টাকা ট্রান্সফার ফি দিয়েছে। অর্থের কারণেই ইস্টবেঙ্গল-গোয়া শেষপর্যন্ত লড়াই থেকে সরে আসে। ইস্টবেঙ্গল অভিষেকের জায়গায় জয় গুপ্তাকে সই করিয়েছে।
আরও পড়ুন: মশাল জ্বালিয়ে ডুরান্ড শুরু ইস্টবেঙ্গলের, ইউনাইটেডকে ৫ গোল অস্কারের শিষ্যদের…
মোহনবাগানের জার্সি চাপিয়ে বললেন
‘আমার কাছে দেশের অনেক নামী ক্লাবে খেলার প্রস্তাব এসেছিল। কিন্তু সব প্রস্তাব দূরে সরিয়ে রেখে মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দেওয়ার কারণ একটাই। দেশের এক নম্বর ক্লাব মোহনবাগান। এই ক্লাবে খেললেই চ্যাম্পিয়নের স্বাদ পাওয়া যায়। ট্রফি পাওয়া যায়। স্বপ্ন ছোঁওয়া যায়। সবুজ মেরুন জার্সির ট্রফি জয়ের ধারাবাহিকতা আমাকে এখানে টেনে এনেছে। এই ক্লাব দল গড়ে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমারও ইচ্ছে এই ক্লাবের জার্সিতে ট্রফি জেতা। পঞ্জাবের জার্সিতে আই লিগ ট্রফি জিতেছি। কিন্তু দেশের সেরা প্রতিযোগিতা আইএসএল কাপ বা লিগ শিল্ড কখনও জিতিনি। আশা করি মোহনবাগান জার্সিতে সেই স্বপ্ন পূরণ করতে পারব। দেশের অনেক তারকা ফুটবলার এখানে খেলে। তাঁদের সঙ্গে খেললে বা অনুশীলন করলে আমি উপকৃত হব। ওদের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে সেরাটা দেওয়াই এখন আমার লক্ষ্য। ভারতীয় দলের হয়েখেললেও এএফসি চ্যাম্পিয়নিপে কখনও খেলিনি। সেই স্বপ্নও পূরণ করতে চাই। আমি নিজের সেরাটা দিতে প্রস্তুত।’
আজই মাঠে নামছে মোহনবাগান
আজ বিকেলেই মোহনবাগান দল প্রাক মরসুম অনুশীলনে নেমে পড়ছে। সবুজ-মেরুন ব্রিগেড নিউটাউনে ফেডারেশনের উৎকর্ষ কেন্দ্রে প্রস্তুতি শুরু করছে সহকারী কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানে। লিস্টন কোলাসো, অনিরুদ্ধ থাপা, মনবীর সিংহ, বিশাল কাইথরা নামছেন মাঠে। ক্লাবের নতুন অনুশীলন জার্সি পরে নামবেন অভিষেকও। ডুরান্ডে মোহনবাগান কোন দল খেলাবে মোহনবাগান, তা নিয়ে এখনও পরিষ্কার কিছু বোঝা যাচ্ছে না। তবে শোনা যাচ্ছে যে, বাস্তবের কোচিংয়ে রিজার্ভ টিমই নামবে। কোয়ার্টার ফাইনালে মোহনবাগান উঠলে, তখন সিনিয়র দলই নামানো হবে। মোহনবাগানের ডুরান্ড অভিযান শুরু হতে এখনও সাত দিন বাকি। আগামী ৩১ অগস্ট যুবভারতীতে মহামেডানের বিরুদ্ধে প্রথম ম্যাচ। এখন দেখার অভিষেক ডুরান্ডে ডেবিউ করেন কিনা!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)