জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে মহারণে নেমেছে ভারত (ENG vs IND Fourth Test)। চলতি ৫ ম্যাচের টেস্ট সিরিজে ভারত এখন ১-২ পিছিয়ে রয়েছে। ম্যাঞ্চেস্টার টেস্ট তাই ডু-অর-ডাই। এই টেস্ট হারলেই সিরিজ বেন স্টোকসদের। ভারত মাঠে নামার আগেই একের পর এক ধাক্কা খেয়েছিল। জোরে বোলার অর্শদীপ সিং (Arshdeep Singh) ও অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) ছিটকে গিয়েছিলেন। আর এবার ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিনেই মাথায় আকাশ ভেঙে পড়ল ভারতীয় দলের! দলের স্টার উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant) ভয়ংকর চোট পেয়ে চলে গেলেন মাঠের বাইরে!
কীভাবে চোট পেলেন ঋষভ?
টস হেরে ভারত প্রথমে ব্যাট করছে। পাঁচে নেমেছিলেন ঋষভ। ২ চার ও ১ ছয়ে ৪৮ বলে ৩৭ রান করাও হয়ে গিয়েছিল তাঁর। কিন্তু ৬৮ নম্বর ওভারেই ঘটে যায় ভয়ংকর বিপত্তি। ব্রিটিশ পেসার ক্রিস ওকসকে আগে থেকেই রিভার্স-সুইপ মারবেন বলে ঠিক করে নিয়েছিলেন ঋষভ। কিন্তু তা মিস করেন তিনি। ব্যাট গিয়ে লাগে তাঁর ডান বুটে। এর ইনসাইড এজ হয়ে বলও বুটে লাগে।
আরও পড়ুন: মশাল জ্বালিয়ে ডুরান্ড শুরু ইস্টবেঙ্গলের, ইউনাইটেডকে ৫ গোল অস্কারের শিষ্যদের…
চোট পাওয়ার পর কী হয় ঋষভের?
জুতো খোলার পর দেখা যায় যে, ঋষভের বুড়ো আঙুল রীতিমতো ফুলে গিয়েছে এবং গভীর ভাবে কেটে গিয়েছে। রক্ত ঝরতে শুরু করে দেয়। যন্ত্রণায় রীতিমতো কাতরাতে শুরু করে দেন তিনি। মাটিতে শুয়েও পড়েন। সঙ্গে সঙ্গে ডেকে নেনে ফিজিয়োকে। আকাশ দীপের কাঁধে ভর দিয়ে মাঠের বাইরে আসার চেষ্টা করেও পারেননি ঋষভ। শেষে গলফ কার্টে করে তাঁকে বাইরে নিয়ে আসা হয়। একজন খেলোয়াড়ের অভাব হওয়ায়, ভারতীয় টিম ম্যানেজমেন্ট মেডিক্যাল টিমকে অনুরোধ করেছিল, যে প্রয়োজনে পেইনকিলার দিয়ে ঋষভকে খেলানো যায় কিনা! কিন্তু তেমনটা সম্ভব হয়নি।
কী আপডেট ঋষভের?
এক সর্বভারতীয় মিডিয়া বিসিসিআই-এর সূত্রকে উদ্ধৃত করে লিখেছে, ‘ওর স্ক্যান রিপোর্ট বলছে ফ্র্যাকচার হয়েছে। ও এখন ছ’সপ্তাহের জন্য মাঠের বাইরে। মেডিক্যাল টিম ওকে পেইনকিলার দিয়েছে। দেখা হচ্ছে ও ফের ব্যাট করতে আসতে পারে কিনা! যদিও ঋষভ একা হাঁটতেও পারছেন না। ওর ব্যাটিংয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ।’
আরও পড়ুন: দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে সানিয়া! পাত্র নাকি টলিউড স্টার? তুমুল ঝড় উঠল নেটপাড়ায়…
আসছেন ঈশান কিশান
নির্বাচন কমিটি পঞ্চম টেস্টের আগেই ঈশান কিশান দলে ঢুকিয়ে নেবে। কারণ ঋষভ ৩১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ওভালে অনুষ্ঠিত হতে চলা সিরিজের শেষ ও পঞ্চম টেস্ট খেলতে পারবেন না বলেই মনে করা হচ্ছে। আকাশ ভুগছেন কুঁচকির চোটে। অর্শদীপের চোট বুড়ো আঙুলে। নীতীশকে ছিটকে দিয়েছে হাঁটু। ম্যাঞ্চেস্টার যেন মিনি হাসপাতাল!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)