রণজয় সিংহ: গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়মক ও এক অধ্যাপকের স্নায়ুযুদ্ধে থমকে গেছে এক ছাত্রের উজ্জ্বল ভবিষ্যত। বিশ্ববিদ্যালয়ের ফাইনাল সেমিস্টারের ফল প্রকাশের পরও পরীক্ষার রেজান্ট হাতে পায়নি ছাত্র। আটকে দেওয়া হয়েছে ছাত্রের রেজাল্ট। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের এহেন কাণ্ড ঘিরে শুরু হয়েছে বিতর্ক। কেন এমন ঘটল? যা ঘিরে তোলপার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

আরও পড়ুন, Girl Missing: মেয়ের হোয়াটসঅ্যাপ থেকেই বাবার ফোনে ছবি-মুক্তিপণের মেসেজ! ৬ দিন আগে টিউশন পড়তে বেরিয়ে…

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ছাত্রটির বাবা অচিন্ত কুমার বন্দ্যোপাধ্যায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক। আবার তিনিই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সঙ্গে যুক্ত। আর তাই জন্য ছেলে পরীক্ষার্থীকে বাড়তি বিশেষ সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠে অচিন্তবাবুর বিরুদ্ধে। পরীক্ষা সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগ ঘিরে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়মক বিশ্বরূপ সরকার ও অধ্যাপক অচিন্ত কুমার ব্যানার্জীর স্নায়ুযুদ্ধ শুরু হয়।

পরীক্ষা নিয়মক বিশ্বরূপ সরকারের দাবি, অধ্যাপকের কোন ছেলে যদি পরীক্ষার্থী হয়। তবে পরীক্ষার সঙ্গে সেই অধ্যাপক যুক্ত থাকতে পারে না। এক্ষেত্রে এমনটাই ঘটেছে। তাই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অধ্যাপক ছেলের ফাইনাল সেমিস্টারের ফল প্রকাশ না করে আটকে দেওয়া হয়েছে। এরপরই অধ্যাপক বাবা ক্ষিপ্ত হয়ে পরীক্ষা নিয়ামকের ঘরে ঢুকে তাকে প্রাণ নাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পরীক্ষা নিয়ামকের। আর যা ঘিরে সরগরম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। অন্ধকারে ছাত্রের ভবিষ্যত।

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে স্নাতকোত্তের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই পরীক্ষায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের অধ্যাপক অচিন্ত্য বন্দ্যোপাধ্যায়ের ছেলে অম্লান বন্দ্যোপাধ্যায় পরীক্ষার্থী ছিলেন। অথচ এই পরীক্ষার বিভিন্ন দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপক। ছেলে পরীক্ষার্থী রয়েছে জেনেও তিনি এই পরীক্ষা সংক্রান্ত বিষয় থেকে সরে আসেননি বলে অভিযোগ।

অথচ বিশ্ববিদ্যালয় নিয়ম অনুযায়ী নিকট কোনও আত্মীয় পরীক্ষা দিলেও কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে পরীক্ষা ব্যবস্থা থেকে অব্যাহতি নিতে হয়। কিন্তু সেই ক্ষেত্রে ওই অধ্যাপক এমনটা করেনি বলে অভিযোগ। গত মঙ্গলবার ফলাফল প্রকাশিত হয়। অনিয়মের অভিযোগ উঠায় বাকিদের ফলাফল প্রকাশ করা হলেও অম্লান বন্দ্যোপাধ্যায়ের ফলাফল প্রকাশ করা হয়নি। 

আরও পড়ুন, Bengal Weather Update: প্রচণ্ড বাজ-বিদ্যুৎ সহ জেলায় জেলায় ধেয়ে আসছে বৃষ্টি-দুর্যোগ! জারি সতর্কতা…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version