জি ২৪ ঘণ্টা ডিজিটাস ব্যুরো: রাজ্যের ফাঁসি সাজায় আপত্তি কেন্দ্রের! অপরাজিতা বিল  ফেরত পাঠিয়ে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাজভবনে আসার পর, যথারীতি বিলটি সংশ্লিষ্ট দফতরে পাঠিয়ে দিয়েছেন রাজ্য়পাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর তেমনই।

আরও পড়ুন:  East West Metro: এবার কি বেসরকারি হাতে ইস্ট ওয়েস্ট মেট্রো? ১৫ কিমি যেতে কি খসবে ১৫০ টাকা?

ধর্ষণ-বিরোধী একটি বিল। গত বছর বিধানসভা সর্বসম্মতিক্রমে পাস হয়ে গিয়েছিল ‘অপরাজিতা ওমেন চাইল্ড (ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল’ অ্যামেনমেন্ট) বিল ২০২৪ (Aparajita Women-Child Bill 2024)।  এরপর নিয়মাফিক সেই বিল অনুমোদনের জন্য় পাঠিয়ে দেওয়া হয় রাজভবনে। কিন্তু যেহেতু বিষয়টি স্পর্শকাতর, তাই বিলটি পাঠিয়ে দেওয়া হয় রাষ্ট্রপতির কাছে। শেষপর্যন্ত অপরাজিতা বিল আবার ফেরত চলে এল রাজ্য়ের কাছেই।

এখন ধর্ষণে সাজা কমপক্ষে ১০ বছর। অপরাজিতা বিলে ধর্ষণে ফাঁসি কিংবা যাবজ্জীবনের কারাদণ্ডের প্রস্তাব দিয়েছিল রাজ্য় সরকার। শুধু তাই নয়, নির্যাতিতার মৃত্যু হলে, ফাঁসি সাজা বাধ্য়তামূলক করার কথাও বলা হয়েছিল বিলে। রাজভবন সূত্রে খবর,  রাজ্যের প্রস্তাবিত ফাঁসি সাজা নিয়ে আপত্তি তুলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাদের মতে, ‘এক্ষেত্রে ফাঁসির সাজা কঠোর ও অসামঞ্জস্যপূর্ণ’।

এর আগে, চলতি বছরের গোড়ায় অপরাজিতা বিল কার্যকর করার দাবিতে পথে নেমেছিল তৃণমূল মহিলা কংগ্রেস। কর্মসূচি নাম, ‘চাই সত্বর অপরাজিতায় স্বাক্ষর’। রাজ্যজুড়ে মিছিল হয়েছিল। বস্তুত, রাষ্ট্রপতি দৌপদী মুর্মু-র সঙ্গে দেখাও করেছিল তৃণমূলের মহিলা সাংসদের প্রতিনিধিদল।

আরও পড়ুন:  Kolkata Law College Incident: মিলল র*ক্ত-নমুনা! কসবা গণধ*র্ষ*ণকাণ্ডে মনোজিতের বিরুদ্ধে বিস্ফোরক প্রমাণ…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version