প্রদ্যুত্‍ দাস: মানুষ রূপেই ভগবান। রোগীর আত্মীয়- পরিজনদের কাছে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের চিকিৎসকরাই ভগবান। ঘটনা জানলে আপনিও অবাক হবেন! খেলতে গিয়ে কিশোরের পেটে ঢুকে গেল সূচালো বাঁশ। লিভার, কিডনি ফুটো করে ওই বাঁশ গিয়ে বিঁধল ইনফেরিওর ভেনাক্যাভায়। এমন সঙ্কটজনক রোগীকে না ফিরিয়ে তার প্রাণ বাঁচাতে ঝাঁপালেন জলপাইগুড়ি মেডিক্যালের চিকিৎসকরা।

আরও পড়ুন, Bengal Weather: ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! বিপুল বৃষ্টি আগামী ৭ দিনই! ভাসবে জেলার পর জেলা, কলকাতায়…

জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে চরম ঝুঁকি নিয়ে চলল অপারেশন। আপাতত ওই কিশোর স্থিতিশীল, রয়েছে সিসিইউতে। লিভার,ডানদিকের কিডনি ফুটো করে সাড়ে তিন ফুট লম্বা সূঁচালো ওই বাঁশ পৌঁছে যায় অমিতের দেহের ইনফেরিওর ভেনাক্যাভা অর্থাৎ শরীরের সবচেয়ে বড় শিরাগুলির মধ্যে অন্যতম শিরায়। স্বাভাবিকভাবে শরীরের ভিতর শুরু হয় মারাত্মক রক্তক্ষরণ। পরিবারের লোকজন যখন ওই কিশোরকে সন্ধ্যা ৬.৫০ মিনিটে জলপাইগুড়ি মেডিক্যালে নিয়ে আসেন, তখন তার হিমোগ্লোবিন ৬.৬, ব্লাড প্রেশার, পালস কিছুই ঠিক নেই।

এই পরিস্থিতিতে রোগীকে রেফার করা সম্ভব নয় বুঝে চরম ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়েন জলপাইগুড়ি মেডিক্যালের চিকিৎসকরা। ডাঃ আশিসকুমার সাহার নেতৃত্বে দশ জনের টিম দুঘন্টারও বেশি সময় ধরে অপারেশন করে ওই কিশোরের শরীরে বিঁধে থাকা সূঁচালো বাঁশ বের করতে সক্ষম হন। রাত ৯.১০টা থেকে ১০.৩০ টা পর্যন্ত চলে অপারেশন। বর্তমানে রোগী জলপাইগুড়ি মেডিক্যালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন।

জলপাইগুড়ি মেডিক্যালের সার্জারি বিভাগের প্রধান ডাঃ আশিসকুমার সাহা বলেন, ছেলেটির রক্তের গ্রুপ ও নেগেটিভ। ওই গ্রুপের রক্ত পাওয়া দুষ্কর। বিষয়টি জানা মাত্র এমএসভিপি কল্যাণ খাঁ নিজে ঝাঁপিয়ে পড়েন। এক ইউনিট রক্ত হাতে নিয়ে আমরা অপারেশন শুরু করি। ছেলেটির শরীরের ভিতরে প্রায় চার ইঞ্চি বাঁশ ঢুকেছিল। আর কিছুক্ষণ দেরি হলে প্রাণ সংশয় হতে পারত। মেডিক্যালের এমএসভিপি কল্যাণ খাঁ টেলিফোনে বলেন, এ ধরনের একটি অপারেশন করতে পারে আমরা সত্যি খুব খুশি। আমাদের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী প্রত্যেকে ঝাঁপিয়ে পড়েছিলেন ওই কিশোরের প্রাণ বাঁচাতে। খুবই ঝুঁকি নিয়ে অপারেশন করতে হয়েছে।

আরও পড়ুন, Nadia Horror: খোলা পোশাক! মা দেখল, ৪-এর শিশুর শরীরে নিজের যৌ*ন লালসা মেটাচ্ছে ৪০-এর বর্বর…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version