কিরণ মান্না: মন্দারমণি থেকে মাথায় বন্দুক ঠেকিয়ে পরিচালককে অপহরণের অভিযোগ। শেষে পুলিসের তাড়া খেয়ে পরিচালককে জঙ্গলে ফেলে পালাল অপহরণকারীরা। উদ্ধার পরিচালক। প্রযোজকের সঙ্গে লেনদেন নিয়ে মতানৈক্যের জেরেই অপহরণ বলে প্রাথমিক তদন্তের রিপোর্ট। তদন্তে নেমেছে মন্দারমণি থানার পুলিস।
মন্দারমণিতে চলছিল শুটিং। সেই শুটিংয়ের মাঝপথেই চিত্রপরিচালককে অপহরণ করে পালাল দুষ্কৃতীরা। ঠিক যেন কোনও থ্রিলার ছবির চিত্রনাট্য। অপহরণের খবর পেয়ে তৎপর হয় পুলিস। ধাওয়া শুরু হতেই জঙ্গলে ফেলে পালায় অপহরণকারীরা। অক্ষত অবস্থায় তারপর উদ্ধার করা হয় অপহৃত পরিচালককে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায় মন্দারমণি কোস্টাল থানার পুরুষোত্তমপুর লাগোয়া সৈকতে। ওই সময় সেখানে একটি মিউজিক ভিডিয়োর শুটিং চলছিল।
তিন দিন আগেই ১৭ জনের একটি টিম মন্দারমণিতে আসে শুটিংয়ের জন্য। পরিচালক তথা কোরিওগ্রাফার শ্রীকান্ত ঝা ওরফে প্রিন্স ছিলেন সেই দলে। প্রত্যক্ষদর্শীদের দাবি, শুটিং চলাকালীন হঠাৎ সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ কয়েকজন দুষ্কৃতী সৈকতে এসে শ্রীকান্তর মাথায় বন্দুক ঠেকিয়ে জোর করে একটি গাড়িতে তোলে এবং চম্পট দেয়। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ স্থানীয় সূত্রে বিষয়টি জানতে পারে মন্দারমণি কোস্টাল থানার পুলিস। সূত্রের খবর, অপহরণকারীরা কাঁথি হয়ে খড়গপুরের দিকে পালাচ্ছে জানতে পেরে থানার ওসি অর্কদীপ হালদার নিজে বাহিনী নিয়ে ধাওয়া করেন।
এরপরই খড়গপুরে গাড়ি ফেলে দুষ্কৃতীরা কেশিয়াড়ির জঙ্গলে গা-ঢাকা দেয়। পুলিস জঙ্গলে পৌঁছনোর আগেই অপহৃত শ্রীকান্তকে সেখানে ফেলে রেখে চম্পট দেয় তারা। পুলিস জানিয়েছে, প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এক প্রযোজকের সঙ্গে টাকা-পয়সা নিয়ে পুরনো বিরোধের জেরেই এই অপহরণ। শুটিং টিমের এক সদস্যের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মন্দারমণি কোস্টাল থানার পুলিস।
শনিবার কাঁথি আদালতে গোপন জবানবন্দি দিতে তোলা হবে উদ্ধার হওয়া পরিচালককে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিস। অপহরণকারীদের খোঁজে চলছে জোরদার তল্লাশি।
আরও পড়ুন, Singer Death: নিভল দীপ, ৩৫-এই থামল সুরের সফর, মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রয়াত জনপ্রিয় সংগীত শিল্পী…