মৃত্যুঞ্জয় দাস: নিখোঁজ শিশুকন্যার খোঁজে তল্লাশিতে নেমে বাড়ির অদূরে থাকা সরঝোপ থেকে বেশ কিছু হাড়গোড় উদ্ধার করল পুলিস। গত বৃহস্পতিবার ভোরে বাঁকুড়া সদর থানার বগা গ্রামে মা-বাবা-র সঙ্গে শুয়ে থাকা দেড় বছরের এক শিশুকন্যা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। লাগাতার ৩ দিন ধরে তল্লাশির পর আজ সন্ধ্যার ঠিক আগে সরঝোপের মধ্যে তল্লাশির সময় ওই হাড়গোড় গুলি পায় পুলিস। উদ্ধার হওয়া হাড়গোড়গুলি নিখোঁজ শিশুরই কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে হাড়গোড়গুলি ফরেনসিকে পাঠানো হতে পারে বলে পুলিস সূত্রে খবর।
গত বুধবার রাতে বাঁকুড়া সদর থানার বগা গ্রামে নিজের ঘরে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে শুয়েছিলেন প্রশান্ত বাউরী ও মুন্নি বাউরী। বৃহস্পতিবার ভোরে উঠে ওই দম্পতি দেখেন দেড় বছরের শিশু কন্যা উধাও হয়ে গেছে।
স্থানীয় সূত্রে এই খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিস নিখোঁজ শিশুকন্যার খোঁজে তল্লাশি শুরু করে। লাগাতার তিনদিন বগা গ্রাম ও আশপাশের পুকুর ও ঝোপঝাড়ে নিখোঁজ শিশুর খোঁজে তল্লাশি চালায় পুলিস। চলে নিখোঁজ শিশুর বাবা ও মাকে লাগাতার জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদের মুখে নিখোঁজ শিশুর বাবা ও মা অসংলগ্ন কথা বলায় সন্দেহ তীব্র হয় পুলিসের।
আরও পড়ুন-আপনার আধার দিয়ে হয়তো চলছে বহু SIM, বিপদ থেকে বাঁচতে কীভাবে জানবেন
আরও পড়ুন-শিলিগুড়ির ATM ভেঙে ১৫ লাখ টাকা লুটের ঘটনায় জালে ৩ দুষ্কৃতী, আকাশপথে পালায় তারা!
শনিবার বিকালে নিখোঁজ শিশুর বাবাকে নিয়ে পুলিস হাজির হয় গ্রাম লাগোয়া একটি সরঝোপের মধ্যে। নিয়ে যাওয়া হয় পুলিস কুকুরও। এরপর পুলিস ওই সরঝোপের মধ্যে বেশ কিছু হাড়গোড় পড়ে থাকতে দেখে। প্রাথমিকভাবে সেই হাড়গোড়গুলি কোনো শিশুর বলেই মনে করছে পুলিস। হাড়গোড়গুলি নিখোঁজ শিশুর কিনা সে সম্পর্কে নিশ্চিত হতে ফরেনসিক তদন্তে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)