অয়ন ঘোষাল: সাতসকালে ৭ জেলায় তুমুল ঝড়বৃষ্টি। আগামী ২-৩ ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সতর্কতা। ৭ জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সতর্কতা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো বাতাসও। বজ্রপাতের আশঙ্কায় সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই গতকাল মধ্যরাত থেকে সকাল সাড়ে ৫টা পর্যন্ত কলকাতার আলিপুরে ৩৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে।
কলকাতা ও দক্ষিণবঙ্গে রেকর্ড বৃষ্টি, ঘাটতি উত্তরে
কলকাতায় জুলাই মাসে সর্বকালীন রেকর্ড পরিমাণ বৃষ্টি। জুলাই মাসে আজকের এই মুহূর্ত পর্যন্ত কলকাতায় রেকর্ড ৬৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। স্বাভাবিক বৃষ্টির পরিমাণ ৩৬২ মিলিমিটার। স্বাভাবিকের থেকে ৬৫ শতাংশ বৃষ্টি বেশি হয়েছে জুলাই মাসে কলকাতায়। ২০২৪ সালের জুলাই মাসে কলকাতায় ৩২৮.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। শুধু কলকাতা নয়। এবার জুলাইতে অতিবৃষ্টি গোটা দক্ষিণবঙ্গে। সবকটি জেলা হিসেব করলে জুলাই মাসে দক্ষিণে গড় বৃষ্টি এখনও পর্যন্ত ৭১২ মিলিমিটার। স্বাভাবিক বৃষ্টির পরিমাণ ৫৭১.৮ মিলিমিটার। স্বাভাবিকের চেয়ে ২১ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। বাঁকুড়া ও পুরুলিয়াতে অতিবৃষ্টি হয়েছে জুলাই মাসে। সেই অনুপাতে বীরভূম, মুর্শিদাবাদে কম বৃষ্টি হয়েছে। ওদিকে উত্তরবঙ্গে বেনজিরভাবে জুলাই মাসে কম বৃষ্টি হয়েছে। জেলাভিত্তিক গড় বৃষ্টিপাত ৭১০.৭ মিলিমিটার। উত্তরে জুলাই মাসে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ ১০০৫.৩ মিলিমিটার। অর্থাৎ প্রায় ২৯ শতাংশ বৃষ্টির ঘাটতি থেকে গিয়েছে।
ঘূর্ণাবর্ত, নিম্নচাপ অক্ষরেখা এবং মৌসুমী অক্ষরেখার ত্রিফলা
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত। ওদিকে নিম্নচাপ অক্ষরেখা উত্তর-পূর্ব আরব সাগর থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। যেটি গুজরাট, মধ্যপ্রদেশ, ঝাড়খন্ড, ছত্তিসগড় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এর সঙ্গে দোসর মৌসুমী অক্ষরেখাও। আগামিকাল বৃহস্পতিবার ৩১ জুলাই পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের সব জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস। আজ বুধবার ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়।
বৃহস্পতিবার বিকেলের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাবে। কাল সন্ধ্যার দিকে জেলায় জেলায় পরিষ্কার আকাশ। পরশু থেকে তাপমাত্রা বৃদ্ধি পাবে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকবে। ফলে পাল্লা দিয়ে বাড়বে ঘর্মাক্তজনিত অস্বস্তি। মাঝে মাঝে খুব হালকা বৃষ্টি হলেও স্বস্তি ফিরবে না অন্তত রবিবার পর্যন্ত।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা
ওদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বাদবাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইবে। উত্তরে বৃষ্টি বাড়বে শুক্রবার সন্ধ্যার পর থেকে। শনিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি– উপরের দিকে জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
বাড়বে জলস্তর, ধসের আশঙ্কা
উত্তরে ভারী বৃষ্টির কারণে নদীগুলিতে জলস্তর বাড়বে। তিস্তা, তোর্সা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কাও রয়েছে ভারী বৃষ্টির কারণে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)