জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্যাট-বলে অলরাউন্ড পারফরম্যান্সে বারবার চিনিয়েছেন জাত। সে ঘরোয়া হোক আর আন্তর্জাতিক। দেশের তারকা ক্রিকেটার শার্দূল ঠাকুর (Shardul Thakur) বর্তমানে ইংল্যান্ডে। টেস্ট সিরিজে রয়েছেন ভারতীয় দলে। তবে শার্দূলের স্ত্রী মিতালি পারুলকরকে (Mittali Parulkar) নিয়ে সেভাবে কিন্তু চর্চা হয় না। কিন্তু তাঁর প্রোফাইল আপনাকে চমকে দেবে। এই প্রতিবেদনে চোখ বুলিয়ে জেনে নিন শার্দূলের স্ত্রী কে এবং কী তাঁর পরিচয়। সৌন্দর্যে মডেলকেও মানাবেন হার। নেটপাড়ায় হাজার হাজার ফলোয়ার্স তাঁর। আর সম্পত্তির পরিমাণ…
আরও পড়ুন: শাহরুখের ঘরে ঢুকে শিকার গোয়েঙ্কার! কলকাতার ‘বেস্ট’কেই অপহরণ লখনউয়ের, কেকেআরে পরপর ভাঙন…
শার্দূল ঠাকুরের স্ত্রী মিতালি পারুলকর কে?
শার্দূলের স্ত্রী মিতালি পারুলকরের জন্ম ১৯৯৩ সালের ১১ ডিসেম্বর মহারাষ্ট্রের কোলপুরে। তাঁর বাবা ব্যবসায়ী এবং মা গৃহবধূ। মিতালি মুম্বইয়ের মিথিবাই কলেজ থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং কর্পোরেট ফিনান্সে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে।
শার্দূল ঠাকুর এবং মিতালি পারুলকরের প্রেম
শার্দূল-মিতালির গল্প শুরু মহারাষ্ট্রেই, স্কুলে পড়ার সময় থেকে। বন্ধুত্বই ধীরে ধীরে বিয়ের সম্পর্কে পরিণত হয়। যদিও কেউই কল্পনা করতে পারেননি যে, তাঁরা এতদূর একসঙ্গে চলবেন, যেখানে শার্দূল হবেন আন্তর্জাতিক ক্রিকেটে স্টার এবং অন্যজন বাবার মতোই ব্যবসার পথে হাঁটবেন।
শার্দূল ঠাকুর এবং মিতালি পারুলকরের বিয়ে
২০২১ সালের নভেম্বরে মুম্বইয়ে বাগদান অনুষ্ঠিত হয়েছিল। ঘরোয়া অনুষ্ঠানে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা ছিলেন, শার্দূল ডেকেছিলেন রোহিত শর্মা এবং কেএল রাহুলকেও। দু’বছর পর, ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের কাছে কারজাতে ঐতিহ্য মেনে মারাঠি রীতিতে বিয়ে করেন। শ্রেয়াস আইয়ার এবং যুজবেন্দ্র চাহালের মতো ক্রিকেট তারকারাও এসেছিলেন।
মিতালি পারুলকরের কর্মজীবন
মিতালি ব্যবসায়িক ক্ষেত্রে সফল ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তবে, তিনি একজন কোম্পানির সচিব হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন, পরে তিনি বেকিংয়ের প্রতি আগ্রহকে প্রাণ দেন। তাঁর একটি ছোট প্রচেষ্টাই পরে সফল বেকারি ব্যবসায়ে পরিণত করে।
মিতালি পারুলকরের সোশ্যাল মিডিয়া
৩১ বছর বয়সী মিতালি মডেলের মতোই সুন্দরী। সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রচুর ফলোয়ার্স রয়েছে। মিতালির ইনস্টাগ্রামে প্রায় ৮৯ হাজার ফলোয়ার্স রয়েছে। তাঁর ফিডে চোখ রাখেল দেখা যায় তাঁর ব্যক্তিগত জীবন, ব্যবসায়িক উদ্যোগ এবং পর্দার আড়ালে থাকা বেকারির কন্টেন্ট!
আরও পড়ুন: ১২৮ বছর পর অলিম্পিক্সে ক্রিকেট, তবে কপাল পুড়ছে বাংলাদেশ-পাকিস্তানের! এল বিরাট আপডেট
মিতালি পারুলকরের মোট সম্পদ
মিতালি ২০২০ সালে, থানেতে প্রিমিয়াম বেকারি ব্র্যান্ড “অল জ্যাজ বেকারি” চালু করেন। যা দ্রুত জনপ্রিয়তা অর্জন করে এবং স্থানীয়দের কাছে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। বেকিং শিল্পে রীতিমতো সুনাম অর্জন করেছেন। রিপোর্ট অনুসারে, তার আনুমানিক মোট সম্পদের পরিমাণ ২-৩ কোটি টাকা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)