বিধান সরকার: রণে ভঙ্গ দিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। রচনার নামে আর নালিশ না, ভাই বোনের মত কাজ করবেন অসিত। তাঁর কথায় সাংসদ দুঃখ পেয়ে থাকলে বিধায়ক দুঃখিত, অনুতপ্ত। ভবিষ্যতে আর এমন হবে না বলে প্রতিশ্রুতিও দিলেন অসিত মজুমদার।
চুঁচুড়া বানী মন্দির স্কুলে স্মার্ট ক্লাস রুম তৈরি নিয়ে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। সাংসদ রচনার তহবিলের টাকায় চুঁচুড়া বানী মন্দির স্কুলে স্মার্ট ক্লাস রুম তৈরি হচ্ছে। গত ৩১ জুলাই ওই স্কুল পরিদর্শনে যান রচনা। স্কুলের প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায় সাংসদকে বিধায়কের আচরণ নিয়ে অভিযোগ করেন। স্মার্ট ক্লাস রুম নিয়ে বিধায়ক খারাপ আচরণ করেছেন শুনে রচনা বলেন, ‘আমি স্তম্ভিত! তৃণমূল বিধায়ক সাংসদ তহবিলের টাকায় তৈরি স্মার্ট ক্লাস রুমের বিরোধীতা করছেন। এরকম স্মার্ট ক্লাস রুম আরও তৈরি হবে। দেখি কার কত দম। সাংসদ এও বলেছিলেন এর শেষ দেখে ছাড়ব।’
বিধায়ক পাল্টা বলেছিলেন, দলের একটা ফোরাম আছে। প্রকাশ্যে না বলে যদি কিছু বলার হয় সেখানে জানানো উচিত ছিল। স্মার্ট ক্লাস রুম নয় বহিরাগতরা মেয়েদের স্কুলে কাজ করছে নিরাপত্তা নিয়ে স্কুলের প্রধান শিক্ষিকাকে বলা হয়েছিল। সাংসদ হয়তো ভুল বুঝেছেন।
আর এই ঘটনায় চরম অস্বস্তিতে পরে দল। সূত্রের খবর,দলের নেতৃত্ব বিধায়ককে এ বিষয়ে আর কিছু বলতে বারণ করেন। এমনকী শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁকে দেখা করতে বলেন। আজ সংসদের সঙ্গে দেখা করতে গিয়ে অসিত বলেন, ‘রচনা আমার বোনের মত। ওঁকে মমতাদি পাঠিয়েছে আমরা একসঙ্গে নির্বাচন লড়েছি। এই ভুল বোঝাবুঝির পিছনে সিপিএম, বিজেপি নিশ্চয়ই আছে। যারা আমাদের মধ্যে ঢুকে আছে। যারা চায় আমার সঙ্গে ওঁর সম্পর্ক খারাপ হোক। ২০২৬ সাল আমাদের টার্গেট। মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী বানাতে হবে। আমার সঙ্গে সাংসদের কোনও সম্পর্কের অবনতি হয়নি। ভবিষ্যতেও হবে না। রচনা যদি আমার কথায় দুঃখ পেয়ে থাকে আমি দুঃখিত, অনুতপ্ত। রচনা আর আমি একসঙ্গে কাজ করব আগামী দিনে, এই প্রতিশ্রুতি দিলাম। এই ভুল বোঝাবুঝির পিছনে কেউ আছে। রচনাকে বোঝাবো আমরা ভাই বোনের মতো কাজ করব।’
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)