দেবজ্যোতি কাহালি: গর্ভবতী মহিলার সিজারিয়ান অপারেশন করতে গিয়ে কাটল সদ্যোজাত শিশুর মাথার চামড়া। ঘটনায় উত্তেজনা ছড়াল দিনহাটা মহকুমা হাসপাতালে। পুলিস অভিযোগ করার কথা শোনাল শিশুর পরিবার।

জানা গিয়েছে দিনহাটা বড় শোলমারী গ্রাম পঞ্চায়েতের বাত্রীগাছ ফ্রাগমেন্টের বাসিন্দা বিউটি খাতুন গতকাল রাত ১০ টা নাগাদ প্রসব যন্ত্রণা নিয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি হন। আর তারপর আজ দুপুর নাগাদ অস্ত্রোপচারের মাধ্যমে তিনি সন্তানের জন্ম দেন। 

অভিযোগ, সন্তান জন্মের পর বাড়ির লোক সন্তানকে দেখতে চাইলে ডাক্তার বাবুরা টালবাহানা শুরু করেন। পরবর্তীতে এক পর্যায়ে বাড়ির লোকের চাপে বাচ্চাকে তাদের অভিভাবককে দেখানো হয়। আর সেই সময়ই বাড়ির লোক দেখতে পায় বাচ্চার মাথার অনেকটা অংশ কেটে গিয়েছে। মাথার সেই জায়গা ব্যান্ডেজ করা রয়েছে। বাড়ির লোক সদ্যজাতকের এমন অবস্থায় দেখে উত্তেজিত হয়ে পড়লে মুহূর্তেই হাসপাতাল চত্বর উত্তপ্ত হয়ে ওঠে, পরবর্তীতে  দিনহাটা থানার পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেছে সেই প্রসূতির স্বামী সালাম মিয়া।

আরও পড়ুন-প্রেমিককে ছাড়তে নারাজ স্ত্রী, ২ সন্তানকে বি*ষ খাইয়ে চরম পদক্ষেপ শিক্ষকের

আরও পড়ুন-বাংলা নাকি ‘বাংলাদেশি ভাষা’! দিল্লি পুলিসের অপমানজনক চিঠি, গর্জে উঠলেন মমতা-অভিষেক

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে প্রসূতির ক্রিটিকাল ডেলিভারি ছিল। অস্ত্রোপচারের সময় কোন কারণে ব্লেড বাচ্চার মাথায় লাগে এবং এই ঘটনায় বাচ্চার কপালে দুটি সেলাই পড়ে। তবে বর্তমানে সদ্যোজাত এবং প্রসূতি উভয়ই সুস্থ রয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version