জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওভার টেস্টের পঞ্চম দিনে নাটকীয় জয়। অবিশ্বাস্যও বলা যায়। মাত্র ৬ রানে ইংল্য়ান্ডকে হারিয়ে সিরিজ ড্র করল ভারত। পেস ব্যাটারির চার্জে ছারখার হয়ে গেলেন ব্রিটিশরা।  সিরিজও ড্র রেখে বিলেত থেকে ফিরছে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:  Saina Nehwal divorce: দূরে গিয়েও ফিরে আসা যায়! বিচ্ছেদের ঘোষণার পর সাইনার চমকে দেওয়া পোস্ট…

বিলেতের মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজ। সবকটি টেস্টে গড়িয়েছিল পঞ্চম দিনে। ব্যতিক্রম ছিল না ওভার টেস্ট। শেষদিনে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ৩৫ রান, আর ভারতে ৪ উইকেট।  ওভারটনের দুটো চার দিয়েই দিন শুরু হয়। এরপর ক্যাচ মিস! তাহলে কি আশা শেষ? অল্প সময়ের ব্যবধানে পরপর দুটি উইকেট তুলে নেন সিরাজ। ইংল্যান্ডের তখনও দরকার ২০ রান। কাঁধে চোট নিয়ে ব্য়াট করতে নামেন ক্রিস ওকস। উল্টো দিকে অ্যাটকিনসন।

আর কোনও উপায় নেই।  সিরাজের বল অ্যাটকিনসন প্রায় চোখ বন্ধ করেই হাঁকালেন। ক্য়াচ মিস আকাশ। বল বাউন্ডারির বাইরে, ছয়। ওভারের শেষ বলে এক রান নিলেন ওকস আর অ্যাটকিনসন। পরের ওভারে  অ্যাটকিনসনকে ফিরিয়ে ভারতকে জিতিয়ে দিলেন সিরাজ। ওভাল টেস্টে ৫ উইকেট নিলেন তিনি।

চতুর্থ দিনের শেষবেলাতেই অবশ্য় দারুণ বল করছিলেন ভারতীয় পেসাররা। হয়তো ম্য়াচের ফয়সালাও হয়ে যেত। কিন্তু ই খারাপ আলোর জন্য নির্ধারিত সময়ের আগেই খেলা শেষ হয়ে যায়। প্রথম ইনিংসে ভারত করেছিল ২২৪ রান। জবাবে ইংল্যান্ডের স্কোরবোর্ডে ওঠে ২৪৭। ২৩ রানে পিছিয়ে থেকে ইংল্যান্ডের জন্য ৩৭৪ রানের বিরাট লক্ষ্য রাখে ভারত। ওভালে সর্বোচ্চ ২৬৩ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল। নয়া রেকর্ড আর হল না।

আরও পড়ুন:  Bengal Cricketer Death: মাত্র ২২-এই অকালমৃ*ত্যু বাংলার ক্রিকেটারের! শরীরচর্চা করতে করতেই…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version