জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শ্রাবণী পূর্ণিমা (Shravani Purnima) তিথিতে পালিত হয় রাখি বন্ধন (Rakshabandhan)। সেই কারণে শ্রাবণী পূর্ণিমাকে রাখি পূর্ণিমাও (Rakhi Purnima 2025) বলা হয়ে থাকে। এদিন বোনেরা ভাইদের হাতে রাখি বা রক্ষাসূত্র পরিয়ে তাঁদের মঙ্গলকামনা করেন। আর ভাইয়েরা বোনদের চিরকাল রক্ষা করার প্রতিশ্রুতি দেন। এসবের সঙ্গে চলে উপহার আদানপ্রদান ও মিষ্টিমুখের পালা।
কবে রাখি?
এবার একটা ধন্দ তৈরি হয়েছে যে, কবে রাখি– ৮ অগাস্ট না ৯ অগাস্ট। তিথিনিরপেক্ষ ভাবে এবার রাখি কিন্তু ৯ অগাস্ট শনিবারই পালন করা হবে।
রাখি পরানোর শুভ সময়?
জ্যোতিষীদের মহল বলছেন, এবার সকাল ৭টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত রাখি পরানোর শুভ সময় ৷ এছাড়াও, যদি কেউ পরে রাখি বাঁধতে চান, তাহলে সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত সময়টিও বেছে নিতে পারেন ৷
রাখিবন্ধনের দিনে রাখি বাঁধার শুভ সময় শুরু হবে ভোর ৫টা ৪৭ থেকে দুপুর ১টা ২৪ পর্যন্ত। এর অর্থ, বোনেরা রাখি বাঁধার জন্য পুরো ৭ ঘণ্টা ৩৭ মিনিট সময় পাবেন। এবার ভাদ্রকালের ব্যাপারও রয়েছে। ভাদ্রকাল ৮ অগাস্ট দুপুর ২টো ১২ মিনিটে শুরু হয়ে শেষ হচ্ছে পরদিন ৯ অগাস্ট দুপুর ১টা ৫২ মিনিটে।
তিনযোগ
রাখি পূর্ণিমার দিনটি অত্যন্ত শুভ। কেননা এই দিনে থাকছে তিন শুভ যোগ– সৌভাগ্য যোগ, শোভন যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ থাকবে। এর উপর এবার শনিবার পড়েছে রাখিপূর্ণিমা।
রাখি-পুরাণ
রাখির সঙ্গে জড়িয়ে নানা পুরাণ কাহিনি। এর মধ্যে মহাভারতের রাখিবন্ধনের উল্লেখ খুবই চিত্তাকর্ষক। দ্রৌপদী ও কৃষ্ণের রাখিবন্ধন এক আশ্চর্য কাহিনি। শিশুপাল বধ করতে সুদর্শন চক্র ছুঁড়েছিলেন কৃষ্ণ। সেই সময় চক্রের আঘাতে কৃষ্ণের আঙুল কেটে যায়। কৃষ্ণের হাত থেকে রক্ত পড়তে দেখে নিজের শাড়ি ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিলেন দ্রৌপদী। এর প্রতিদানে কৃষ্ণ তাঁকে সব সংকট থেকে উদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরে বস্ত্রহরণের সময় দ্রৌপদীকে লজ্জার হাত থেকে রক্ষা করেছিলেন স্বংয় শ্রীকৃষ্ণ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)