জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রুদ্ধশ্বাস ইংল্যান্ড সফর ইতিবাচক ভাবে ২-২ ড্রয়ে শেষ করেছে শুভমন গিলরা। অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি (Anderson-Tendulkar Trophy) ভারত হারেনি। এটাই পাওনা। তবে এখন পাঁচ সপ্তাহ ভারতের কোনও খেলা হয়নি। ভারতের পরবর্তী আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট সংযুক্ত আরব আমিরশাহিতে। ৯-২৮ সেপ্টেম্বর আয়োজিত হতে চলেছে এশিয়া কাপ (Asia Cup 2025)। গতবারের চ্যাম্পিয়নদের ফোকাস শিরোপা ধরে রাখার দিকেই।
এশিয়া কাপে ভারত
পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানের সঙ্গে এক গ্রুপে ভারত। ওদিকে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং হংকং গ্রুপ বি-তে। মেন ইন ব্লু ৯ সেপ্টেম্বর ইউএই-র বিরুদ্ধে টুর্নামেন্ট শুরু করবে, তারপর ১৪ সেপ্টেম্বর পাকিস্তান এবং ১৯ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে খেলা। প্রতি গ্রুপ থেকে দু’টি করে দল সুপার ফোরের জন্য যোগ্যতা অর্জন করবে, যেখানে সমস্ত দল রাউন্ড রবিন ফর্ম্যাটে একে অপরের মুখোমুখি হবে এবং শীর্ষ দুটি দল ফাইনাল খেলবে।
আরও পড়ুন: বিরাট-রোহিতদের সঙ্গে চুটিয়ে খেলেছেন, আন্তর্জাতিক তারকা বেছে নিলেন ‘অনলি ফ্যানস’!
সূর্যকুমার যাদব-জসপ্রীত বুমরা
যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ খুব বেশি দূরে নয়, তাই বিসিসিআই চাইবে এই ইভেন্টে সেরা দল খেলিয়ে নিজেদের ঝালিয়ে নিতে। তবে অধিনায়ক সূর্যকুমার যাদব এশিয়া কাপের আগে ফিট হয়ে উঠবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে! স্পোর্টস হারনিয়ার অস্ত্রোপচারের পর যদিও তিনি ট্রেনিং শুরু করেছেন। অন্যদিকে জসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনাই বেশি। কারণ নির্বাচকরা এই দুই সম্পদকে নিয়ে কোনও রকম ঝুঁকি নেবে না। কারণ বিশের বিশ্বযুদ্ধের কথা মাথায় রেখে সূর্য-বুমরাদের সংরক্ষণ করা হবে।
শুভমন গিল-যশস্বী জয়সওয়াল
ইংল্যান্ড ফেরত শুভমন গিল ও যশস্বী জয়সওয়াল সম্ভবত এশিয়া কাপের দলে থাকবেন। তবে এখানেও থাকছে প্রশ্নচিহ্ণ। জয়সওয়াল এবং টেস্ট অধিনায়ক গিল ব্যস্ত ক্যালেন্ডারের কারণে গত কয়েকটি টি-টোয়েন্টিআই অ্যাসাইনমেন্টে অংশ নিতে পারেননি। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের পর তাঁদের এক মাসের বিশ্রাম দেওয়া হবে। ফলে তারা মহাদেশীয় টুর্নামেন্ট খেলতে পারবেন বলেই আশা করা হচ্ছে। বিসিসিআই সূত্রের মতে, ২৮ সেপ্টেম্বর এশিয়া ভারত যদি এশিয়া কাপের ফাইনালে ওঠে, তাহলে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হয়ে যাবে। ফলে নির্বাচকদের সেই কথাও মাথায় রাখতে হবে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আমদাবাদে প্রথম টেস্ট ২ অক্টোবর।
বিসিসিআই কী ভাবছে?
এশিয়া কাপের আগে পাঁচ সপ্তাহের ব্রেক আছে এবং কোনও ক্রিকেট নেই। সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মার দুর্দান্ত পারফর্মেন্স সত্ত্বেও শুভমন গিল, যশস্বী জয়সওয়াল এবং সাই সুদর্শনের যে কোনোও টি-টোয়েন্টি দলেই থাকা উচিত। ২১ দিনের এশিয়া কাপে যদি কেউ ফাইনাল পর্যন্ত খেলে, তাহলে ৬টি টি-টোয়েন্টি আই ম্যাচ হবে এবং সেটা খুব বেশি চাপ ফেলবে না। তবে স্পষ্টতই এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল অনুমোদিত হওয়ায় নির্বাচকরা বিকল্পগুলি সাবধানতার সাথে বিবেচনা করবেন।’ নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআইয়ের এক সূত্র পিটিআইকে জানিয়েছে।
তিনমূর্তি
গত আইপিএলে যশস্বী ১৬০-এর স্ট্রাইক-রেটে ৫৫৯ রান করেছিলেন। গিল ১৫ ম্যাচে ১৫৫-এর বেশি স্ট্রাইক-রেটে ৬৫০ রান করেছিলেন। গুজরাত টাইটান্সে গিলের ওপেনিং পার্টনার সুদর্শন ১৫৬-র স্ট্রাইক রেটে ৭৫৯ রান করে ‘অরেঞ্জ ক্যাপ’ জিতেছিলেন। মরুদেশের ট্র্যাক এবং ছ’মাস পর টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে, যশস্বী-শুভমন-সুদর্শনের যুক্তিসঙ্গত ভাবেই উচিত টপ অর্ডারের মূল ভূমিকা পালন করা।২০২৩ সালের শেষের দিকে ওডিআই অভিষেক হওয়া সুদর্শন টি-টোয়েন্টিতে দুর্দান্ত ফর্মে রয়েছেন।
আরও পড়ুন: গৌতম আর গম্ভীর নন; কখনও বাঁধনভাঙা উচ্ছ্বাস, কখনও অঝোরে কান্না…
এশিয়া কাপের জন্য ভারতের সম্ভাব্য স্কোয়াড: শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, শ্রেয়াস আইয়ার, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, রিঙ্কু সিং, ধ্রুব জুরেল, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, প্রসিধ কৃষ্ণ, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও মহম্মদ সিরাজ
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)