প্রসেনজিৎ সর্দার: রাতের চলন্ত ট্রেনে ভয়ংকর ঘটনা। চলন্ত ট্রেনেই বাঁধল মারামারি। জখম হলেন একাধিক। ঘটনাটি ঘটেছে শিয়ালদহ দক্ষিণ শাখার পিয়ালি স্টেশনে। চলন্ত ট্রেনের মধ্যেই দু’দলের মারামারিতে জখম হলেন একাধিক যুবক। 

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ডাউন ক্যানিং লোকালে সাধারণ নিত্যযাত্রীদের পাশাপাশি উঠেছিলেন তারকেশ্বর থেকে ফেরা একাধিক যাত্রীও। তারকেশ্বর থেকে ফেরা সেই যাত্রীদের সঙ্গেই বচসা বাধে। অভিযোগ এরপর চলন্ত ট্রেনের মধ্যেই শুরু হয়ে যায় হাতাহাতি। বচসায় জড়িয়ে পড়া দু-দলের মধ্যে পিয়ালি ও তালদির লোকজন ছিলেন। 

অভিযোগ, ট্রেন পিয়ালি স্টেশনে থামতেই তারকেশ্বর থেকে ফেরা তালদির লোকজনদের নামিয়ে মারধর করা হয়। এই ঘটনায় গুরুতর জখম হন তালদির উত্তর রাজাপুরের তাপস হালদার, উত্তর তালদির সঞ্জয় মন্ডল, আকাশ মন্ডল, উত্তর ২৪ পরগনার ন্যাজাট থানা এলাকার বৃহস্পতি ভূঁইয়া সহ অন্যান্যরা। 

জখমদের উদ্ধার করে চিকিৎসার জন্য রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদেরকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়। অন্যদিকে এমন ঘটনা প্রকাশ্যে আসতেই এই ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিস।

আরও পড়ুন, Pitbull attack: বাবা-মায়ের চোখের সামনেই ঝাঁপিয়ে পড়ল বাড়িমালিকের পিটবুল! ৭ বছরের মেয়েকে হিং*স্র কুকুর একেবারে…

আরও পড়ুন, Bengali Migrant Worker: হিন্দি না বলতে পারায় ‘বাংলাদেশি’ বলে ৪ মাস আগে আটক! এখনও খোঁজ নেই বাংলার শ্রমিকের…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version