Troll on Raj Rukmini: দেব ও শুভশ্রী একমঞ্চে আসতেই রাজ চক্রবর্তী ও রুক্মিনী মৈত্রকে নিয়ে তৈরি হয়েছে নানা মিম। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন দেব। ব্যক্তিগত আক্রমণ মোটেও ঠিক নয়। দেব বলেন, “আমাদের দর্শকরাই দেব শুভশ্রীকে বানিয়েছে, তাদের জন্য এসেছিলাম। যেহেতু আমি এই ছবির প্রযোজক, তাই রাজ, শুভশ্রী, রুক্মিনীর কাছে ক্ষমা চাইছি”।
Source link