বিধান সরকার: স্ত্রীকে খুন করে দিদিকে প্রণাম, তারপর আত্মসমর্পণ স্বামীর! কোন্নগর মাস্টারপাড়ায় তীব্র চাঞ্চল্য। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোন্নগর পুরসভার  প্রাক্তন কর্মী অশোক চট্টোপাধ্যায় তাঁর স্ত্রী সবিতা চট্টোপাধ্যায়কে(৫৮) খুন করে পুলিসে আত্মসমর্পণ করেন।

আরও পড়ুন:Delhi CM Rekha Gupta Attacked: দিল্লিতে বেজেছে কুকুরের মৃ*ত্যুঘণ্টা! বদলা নিতেই মুখ্যমন্ত্রীর গালে চড় ‘পশুপ্রেমী’ রাজেশের…

তাঁর স্ত্রীর দেহ বাড়িতে রেখে দরজায় তালা দিয়ে দিদির কাছে যান। দিদি চন্দনা চট্টোপাধ্যায়কে প্রণাম করেন। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অশান্তি ছিল স্বামী-স্ত্রীর মধ্যে।
অশোকের দিদি চন্দনা, খুরতুতো দাদা সহৃদ, বৌদি লীনা চট্টোপাধ্যায়রা জানান, গতকালও দুজনের মধ্যে চরম অশান্তি হয়। রোজ রোজ দুজনে ঝগড়া করত। বর্তমানে কোনও কাজই করত না অশোক। ধার দেনাও করেছিল। সেই নিয়ে অশান্তি নাকি অন্য কারণে সেটা তাদের জানা নেই।

গতকাল রাতেও খুব অশান্তি হয় দুজনে। আজ সকালে অশোক বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় পাশেই থাকা দিদির কাছে যায়। ত্রিবেনীতে থাকেন তাঁর ছোড়দি। তাঁকে ফোন করে জানান স্ত্রীকে খুন করেছেন। ছোড়দি তখন তাদের বড়দাকে ফোন করে কী হয়েছে জানতে চান। তারপর অশোক যা বলেছে তা বলেন।

আরও পড়ুন:Madhya Pradesh Horror: যুবতী স্কুল টিচারই ক্রাশ! প্রেমের প্রস্তাবে না করায় জ্যান্ত জ্বা*লিয়ে দিল ছাত্র…

স্থানীয় ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তীর উপস্থিতিতে উত্তরপাড়া থানার পুলিস দরজার তালা ভেঙে স্ত্রীর মৃতদেহ উদ্ধার করে। শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে সন্দেহ পুলিসের। ঘটনা খতিয়ে দেখছে পুলিস।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version