জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ডোমকলের তৃণমূল (Trinamool) বিধায়ক (MLA) জাফিকুল ইসলামের (Jafikul Islam) জীবনাবসান। জানা গিয়েছে, কলকাতায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। জাফিকুল ইসলাম একজন প্রশংসনীয় রাজনীতিবিদ ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য ছিলেন। তিনি ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ডোমকল কেন্দ্র থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হন।

Add Zee News as a Preferred Source

জীবনের শুরুতে চাকরি না পেয়ে শুরু করেছিলেন টেলিফোন বুথ। এরপর সংসার চালাতে ব্যাংক থেকে ঋণ নিয়ে শুরু করলেন মুড়ির মিল। এরপরেই উন্নতি ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের। একটা সময়ে ধর্মীয় প্রচারে মন দিয়েছিলেন তিনি। নিজের প্রচেষ্টায় বাড়ির কাছেই একটি বিএড কলেজ প্রতিষ্ঠা করেছিলেন।

সময়ের সঙ্গে তাঁর মালিকানায় গোবিন্দপুরে ও তাঁর নিজের বাড়ির কাছে বিএড-ডিএড মিলিয়ে সাতটি কলেজ আছে। একটি ফার্মাসিস্ট ও একটি পলিটেকনিক কলেজও আছে। ২০১৫ সালে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি। ২০১৭ সালে ডোমকল নতুন পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন। ২০২১ সালে ডোমকল থেকে বিধায়ক নির্বাচিত হন। বর্তমানে তিনি বিধায়ক ও ডোমকল পুরসভার প্রশাসকও ছিলেন।

আরও পড়ুন: Sheena Bora Murder Case: শিনা বোরা হত্যায় অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায় এখন ভিখারি! ৭ কোটি টাকা, বিপুল গয়না, চুরি করে নিয়েছে ছেলে… বড় আপডেট

আরও পড়ুন: Arti Dogra 3.5 feet tall IAS Officer: ‘ও তো তিন ফুটিয়া, কী করবে জীবনে…’ অপমান আর বঞ্চনাই ‘বামন’ আরতিকে বানিয়ে দিল IAS অফিসার…

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version