অরূপ লাহা: ফের চোর অপবাদে আত্মহত্য়া। সালিশি সভার পর গলার ফাঁস লাগিয়ে ঝুলে পড়লেন যুবক! ঘরেই মিলল ঝুলন্ত দেহ। পাঁশকুড়া চিপসকাণ্ডের ছায়া এবার পূর্ব বর্ধমানের গলসীতে।
স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম পলাশ সাঁতরা। বাড়ি, গলসীর কোঁদাই গ্রামে। ওই গ্রামেরই একটি পুকুর মাছ চাষের জন্য় লিজ দেওয়া হয়েছিল। দিন কয়েক আগে সেই পুকুরেই মাছ ধরতে দেখা যায় পলাশকে! সালিশি সভা বসে। অভিযোগ, সালিসি সভার বাবার সামনেই ওই যুবককে কটুক্তি করেন গ্রামবাসীদের একাংশ। ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়। এমনকী, বৃহস্পতিবার ফের সালিসি সভার বসানোর হুঁশিয়ারি দেওয়া হয়।
পরিবারের দাবি, সালিশি সভায় কটুক্তি ও জরিমানা ধার্য হওয়ার মানসিকভাবে ভেঙে পড়েছিলেন পলাশ। বুধবার রাতে বাড়ি ফিরে আত্মঘাতী হন তিনি। এখনও পর্যন্ত থানায় অবশ্য লিখিত অভিযোগ দায়েক করা হয়নি। তবে পুলিস তদন্ত করছে।
এর আগে, পাঁশকুড়ার চিপস চুরির অপবাদে আত্মহত্যা করেছিল এক স্কুল পড়ুয়া। অভিযোগ, একটি দোকান থেকে চিপস কিনতে গিয়ে এক স্কুল পড়ুয়াকে শাসানো ও ভয় দেখানো হয়। গ্রেফতার করা হয় অভিযুক্ত দোকান মালিক, পেশায় সিভিক ভলান্টিয়ারকে। ঘটনার রীতিমতো শোরগোল পড়ে গিয়েছির রাজ্যে। ওই কিশোরের মৃত্যু প্রকাশ্য়ে আসে সিসিটিভি ফুটেজ। যাতে দেখা যায়, ওই নাবালক সাইকেল নিয়ে যখন দোকানে যায় তখনই চিপসের প্যাকেট বাইরে পড়ে। দোকানে ঢুকে কাউকে না পেয়ে দোকানের বাইরে পড়ে থাকা চিপসের প্যাকেট তুলে নেয় সে। অপর ফুটেজে দেখা যায়, মা ছেলেকে শাসন করছেন, দোকানদার পাশে রয়েছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X