অয়ন ঘোষাল: ৪৯ দিনে বঙ্গোপসাগরে ১৫ তম নিম্নচাপ (15th Depression)। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে (North-West Bay of Bengal) নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূল হয়ে ছত্তীসগঢ়ের দিকে যাবে। এর সরাসরি প্রভাব পড়বে না বাংলায়। তবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। ফলে বৃষ্টি বাড়বে (Heavy Rain in Kolkata)। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Income Tax News Updates: নতুন অর্থবর্ষে করের ক্ষেত্রে নীরবে ঘটে গিয়েছে কিছু গুরুত্বপূর্ণ বদল! জেনে নিন, নতুন এগজেম্পশন-ডিডাকশন রেট… 

দক্ষিণবঙ্গে

আজ, সোমবার থেকে বৃষ্টি বাড়বে রাজ্যে। দক্ষিণে ৬ জেলায় ঝেঁপে আসছে বৃষ্টি। বাকি সমস্ত জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ এবং দমকা হওয়া-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে সোমবার ও মঙ্গলবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়তে পারে সপ্তাহের শুরুতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি আরও কমবে। কিছু জেলার কোন কোন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। মহালয়ার আগের দিন শনিবার ফের কিছুটা বাড়তে পারে বৃষ্টি।
 
উত্তরবঙ্গে

উত্তরবঙ্গে সোমবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উপরের পাঁচ জেলাতেই– দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। মঙ্গলবার থেকে শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দার্জিলিং-সহ পাঁচ জেলায়। দুই দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি। ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়।

বিশ্বকর্মা পুজোয়

বিশ্বকর্মা পুজোর দিন বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে সেদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া। কলকাতায় বিশ্বকর্মা পুজোর আগের দিন মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির আগে-পরে চূড়ান্ত আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে।

মহালয়ায়

মহালয়ার আগের দিন শনিবার ফের কিছুটা বাড়তে পারে বৃষ্টি। মহালয়ার দিন রবিবার দক্ষিণের একাধিক জেলায় দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বাকি জেলায় অসহ্য ঘর্মাক্ত পরিস্থিতি।

আরও পড়ুন: Solar Eclipse Effect: কালো ২১? মহালয়ার দিনের সূর্যগ্রহণে বিভিন্ন রাশির উপর পড়ছে ভয়ংকর অশুভ প্রভাব…খুব সাবধান!

বর্ষাবিদায়

দেশের পশ্চিমাঞ্চলের তিন রাজ্যে আজ, সোমবার বিকেলের মধ্যে আনুষ্ঠানিক ভাবে এই বছরের মতো বিদায় নেবে মৌসুমি বায়ু, অর্থাৎ, বর্ষা। এর মধ্যে রাজস্থানে গতকালই বিদায় নিয়েছে বর্ষা। পঞ্জাব এবং গুজরাত থেকেও আজ বর্ষা বিদায় নিতে পারে বলে খবর।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version